গাড়ি থামিয়ে চাঁদাবাজির করায় ২ হাতি চিড়িয়াখানায় হস্তান্তর, ২জনকে ২ বছরের কারাদন্ড

0
299
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে বিদেশী পর্যটকদের গাড়ী সহ সকল প্রকার জীপ, কার থামিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চাঁদাবাজি করায় ২ জনকে ২ বছরের কারাদন্ড দিয়েছে র‌্যাব এর ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার দুপুরে র‌্যাব এর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য কর্মকর্তাগণ কারওয়ান বাজারে অভিযান শেষে হোটেল সুপার এর সামনে রাস্তায় দাঁড়ানো অবস্থায় দেখতে পান ফার্মগেট, গামী রাস্তায় ২ জন ব্যক্তি ২ টি হাতী দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরী করে সকল প্রকার গাড়ী থামিয়ে দিয়ে বিদেশী পর্যটকবাহী গাড়ীসহ অন্যান্য গাড়ীর ভিতর হাতির শুড় ঢুকিয়ে দিয়ে চাঁদাদাবী করছিল। এ সময় বিদেশী পর্যাটকরা ভয়ে আতংকিত হয়ে সাহায্যের জন্য পুলিশ পুলিশ বলে চিৎকার করছিল। এই সময় উক্ত গাড়ীর জানালা দিয়ে ও অন্যান্য প্রাইভেটকারের যাত্রীরা ভয়ে আগে থেকেই টাকা জানালা দিয়ে বের করে রাখতে বাধ্য হচ্ছিল । এ অবস্থা দেখে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র‌্যাব-২ অফিসার হাতির মালিক দুটিকে রাস্তা ছেড়ে পাশে অবস্থান করার জন্য আদেশ করেন। কিন্তু হাতির মালিকেরা তা অমান্য করে গাড়ীর জটলার ভিতর রাস্তা অতিক্রম করতে শুরু করলে গাড়ী চালক ও পথচারীদের মধ্যে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় হাতী দুটি না থামিয়ে কারওয়ান বাজারের ভিতরে ঢুকে পড়ে এবং এ সময় ৪ টি প্রাইভেট কারের ক্ষতি সাধণ করে। সাধারণ জনতা ও র‌্যাব এর ফোর্স পিছু নিলেও তাদেরকে থামানো যায়নি। এক পর্যায়ে হাতি ২টি নিয়ে হাতিরঝিল ঢুকে পড়লে হাতিরঝিল মধুবাগ এর নিকট হাতীসহ মাউথদের থামতে বাধ্য করা হয়। পরে ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ হাতী নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিচরণ করে বন্য প্রাণীর ভয় দেখিয়ে চাঁদাবাজি করে থাকে।
এ অপরাধের কারণে অভিযুক্ত শাহীন (২৫) ও হেলাল (২২) কে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। হাতী ২ টি জাতীয় চিড়িয়াখানার কিউরেটর এর নিকট হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here