ঘুর্ণিঝড় বুলবুল আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ : জলোচ্ছ্বাসের শঙ্কায় কলাপাড়ার তিন লাখ মানুষ উদ্বিগ্ন

0
189
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ঘুর্ণিঝড় বুলবুল ১০ নম্বর মহা বিপদ সংকেত নিয়ে ধেয়ে আসছে। আঘাত হানতে পারে কলাপাড়া (খেপুপাড়া) থেকে। এমন খবরটি সাগর উপকূলের মানুষের কাছে আতঙ্কের খবরে পরিণত হয়েছে। চলছে মহাবিপদ সঙ্কেতের মাইকিং ও সাইরেন। প্রশাসনিক নির্দেশ ও মসজিদের মাইকের প্রচার শুনে আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ।
স্বাভাবিক জোয়ারে ডুবে যাওয়া সাত কিলোমিটার বেড়িবাঁধ ভাঙ্গা লালুয়ার চারিপাড়া, চৌধুরীপাড়াসহ নয়টি গ্রামের মানুষ দিশাগ্রস্ত হয়ে ছুটেছে আশ্রয় কেন্দ্রে। একইভাবে গঙ্গামতির বেড়িবাঁধের বাইরের দেড় হাজার পরিবারের সদস্যদের।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া তথ্যমতে অন্তত ৮০টি আশ্রয়কেন্দ্রে ৬৬ হাজার মানুষ শনিবার সকালে আশ্রয় নেয়। তিনি সকাল থেকে রাবনাবাদ পাড়সহ গঙ্গামতির বির্স্তীর্ণ জনপদে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এসব আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনের নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। শুকনো খাবারের ব্যবস্থা করার কথা জানালেন লালুয়ার ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ^াস।
সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির ১৫৮ টি ইউনিটের ২৩৭০ সদস্য মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন বলে সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানিয়েছেন। পায়রা বন্দরের পুনর্বাসনসহ সকল উন্নয়ন কর্মকান্ড বন্ধ করে শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে। পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের বাঙ্গালী এবং চীনা অন্তত সাড়ে নয় হাজার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের ছুটি দেয়া হয়েছে। জলোচ্ছ¡াসের শঙ্কায় বেড়িবাঁধের বাইরের প্রায় সাত হাজার পরিবারের অধিকাংশ সদস্যকে আশ্রয়কেন্দ্রে যাওয়া নিশ্চিত করা হয়েছে বলে ইউএনও মুনিবুর রহমান জানান।
কলাপাড়ার ২৪৭ টি গ্রামের মানুষ রাতের জোয়ারে ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে প্রতিটি মুহুর্ত কাটছে অজানা ক্ষতির শঙ্কায়। কৃষকরা ক্ষেতের আমন হারানোর শঙ্কায় রয়েছেন। তবে এবারের প্রশাসনের ঘুর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতিতে অনেকটা স্বস্তি রয়েছে মানুষের মনে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here