চাকরিচ্যুত সাংবাদিকদের বিনামূল্যে আইনি সহায়তা

0
154
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক যুক্ত বিবৃতিতে জাতীয় সাংবাদিক সোসাইটি ( জেএসএস )’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন অ্যাডভোকেট এম এ মজিদ ও মহাসচিব নাসির উদ্দিন বুলবুল বলেছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বাংলাদেশে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রধান অন্তরায় হচ্ছে পেশি ও রাজনৈতিকশক্তি এবং কালোটাকা। তার বাইরে, স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম বিকাশে অন্যতম অরেকটি বাধা হচ্ছে, আইন-কানুন ও বিধি বিধান ডিঙ্গিয়ে বা চাপা দিয়ে গণমাধ্যম কর্মিদের অহরহ চাকরিচ্যুতির ঘটনা। দুর্ভাগ্য হলো- দেশে এবার করোনা দুর্যোগের এই কঠিন সময়েও বহু সংবাদমাধ্যমে নিয়মিত বেতন-ভাতা দেওয় হচ্ছে না। উপরন্তু চলছে, সাংবাদিক ও কর্মি ছাটাই। নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারিতে ছাটাই বা চাকরিচ্যুত সাংবাদিকদের বিনামূল্যে আইনি সহায়তা দিবে জাতীয় সাংবাদিক সোসাইটি । আইনি সহায়তা নিতে যোগাযোগ :বীর মুক্তিযোদ্ধা লায়নএম এ মজিদ চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সোসাইটি, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট। মোবা: ০১৭১২১৪১২৫৬।চেম্বার : ফ্ল্যাট#ডি-২ (দোতলা) ,শারাকা ম্যাক ভবন, ৩/১,বিজয়নগর,ঢাকা-১০০০।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here