ছেলেধরাসহ গুজবে কান না দিয়ে পুলিশে খবর দিন ——পুলিশ সুপার, নরসিংদী

0
172
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস: নরসিংদীর পুলিশ সুপার মোঃ মিরাজ উদ্দিন আহম্মেদ বলেছেন, একটি অশুভ চক্র ছেলেধরার নামে সমাজে আতংক ছাড়াচ্ছে এবং মানুষকে বিভ্রান্তি করছে। তারা দেশ ও জাতির শত্রæ। তাই তাদের এ ধরনের গুজবে কান না দিয়ে এবং বিভ্রান্ত না হয়ে পুলিশকে খবর দিন। যদি পারেন তাদেরকে ধরিয়ে দিন। তিনি বুধবার সকালে নরসিংদী জেলা পুলিশ সুপার মিলনায়তনে ছেলেধরাসহ বিভিন্ন গুজব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জাকির হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিউর রহমান,নরসিংদী সদর থানার ওসি সৈয়দুজ্জামান,ওসি(তদন্ত)মোঃ সালাহউদ্দিন প্রমুখ।
পুলিশ সুপার বলেন, দেশে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এ শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করার জন্য সংঘবদ্ধ চক্রান্তকারীরা দেশে বিশৃঙ্খলা ছড়ানোর জন্য এ সকল গুজব ছড়াচ্ছে। তিনি জনগণের প্রতি আহŸান জানিয়ে বলেন, কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না দিয়ে পুলিশকে খবর দিন। পুলিশ ব্যবস্থা নিবে। ইতোমধ্যে যারা ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পর্যন্ত নরসিংদীতে ৬ টি ছেলেধরার ঘটনা ঘটেছে। তন্মধ্যে ৪ টি ঘটনার সাথে জড়িত সন্দেহের মধ্যে সকলেই মানসিক প্রতিবন্ধী। ইতিমধ্যে নরসিংদী জেলা পুলিশ এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার সর্বত্র লিফলেট বিতরণ এবং মাইকিংএর মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলন শেষে পুলিশ সুপার শহরের সাটির কে.কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ ও বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠে একই বিষয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here