জনগণের প্রতি আমাদের অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে——-গাজীপুর সিটি মেয়র

0
306
728×90 Banner

সানাউল্লা স্বপন: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা জনগনের ভোটে নির্বাচিত হয়েছি, তাই জনগণের প্রতি আমাদের সবার অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। আমাদের যে কোন কর্মকান্ড জানার অধিকার জনগণের রয়েছে। কাজেই আমরা জবাব দিহিতায় বিশ^াস করি বলেই সাহস করে জনগণের মুখোমুখি কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে জন সেবা ও জনগণের সার্বিক উন্নতি সাধন করা। তিনি বলেন, এবছর আমরা জাতিয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ পালন করছি। এ বছর আমরা যে কোন মূল্যে দৃশ্যমান উন্নতি ঘটাবো। জনগণের নির্বাচিত মেয়র হিসেবে আমি সবার, কোন গোষ্ঠির নই। আমাদের গঠনমূলক যে কোন সমালোচনা আমি গ্রহণ করতে প্রস্তুত।
মেয়র বুধবার বিকেলে মহানগরীর উত্তর খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে “ নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের ভূমিকা ও সিটি কর্পোরেশনের করনীয় শীর্ষক জনতার মুখোমুখি” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ও জনগণের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে ও জনসংযোগ কর্মকর্তা মো: আব্দুল হামিদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা মো: রেজাউল বারী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) কে এম জহুরুল আলম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) এস এম সোহরাব হোসেন, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: মিজানুর রহমান, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: মনিরুজ্জামান, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: সাইফুল ইসলাম দুলাল, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শহীদুল ইসলাম, ১১নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা, নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৩) মো: জামাল উদ্দিন প্রমুখ।
মেয়র আরো বলেন, এলাকার অন্যতম প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। জলাবদ্ধতা নিরসনে আমরা ড্রেনেজ ব্যবস্থাসহ প্রশস্ত সড়ক নির্মাণে ব্যাপক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। মশার উপদ্রব কমাতে এখন থেকেই কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে। ডেঙ্গু জ¦রের পাশাপাশি করোনা ভাইরাসের ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বিশে^ এ পর্যন্ত করোনা ভাইরাসে প্রায় তিন হাজার মানুষ মারা গেছে। আমাদের দেশে ডায়াবিটসে প্রচুর লোক মারা যায়। তাই আমাদের স্বাস্থ্য সচেতন হওয়াটা খুবই জরুরী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here