জনতার ঐক্যবদ্ধ শক্তি সকল ষড়যন্ত্রকে পরাভূত করবে…..আমির হোসেন আমু

0
68
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গণতন্ত্রী পার্টি কর্তৃক শনিবার বিকেল ৩ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৭তম নৃশংস হত্যাকান্ডের প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘‘অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সা¤্রাজ্যবাদ চক্রান্ত শীর্ষক” এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক জনাব আমির হোসেন আমু এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাম্যবাদী দলে সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এম.পি, ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাপের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা.ওয়াজেদ ইসলাম খান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতন্ত্রী পার্টির সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার, বাবুল দে, কানন আরা, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান কচি, অশোক ধর, সম্পাদক মন্ডলীর সদস্য মিনহাজ সেলিম, বিশিষ্ট সাংবাদিক সুমী খান, কেজি মহিউদ্দিন বাদল, বাকশালের মহাসচিব জহুরুল ইসলাম কাইউম, ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মনোয়ার হোসেন মেরিন, ঢাকা মহানগর কমিটির সদস্য হাফিজুর রহমান মিন্টু, নজরুল ইসলাম, এস এম মামুন, ইব্রাহীম জুয়েল প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সা¤্রাজ্যবাদের চক্রান্তের ফলে ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের হত্যাকান্ডের মাধ্যমে দেশকে পাকিস্তানী ধারায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা চালায়। ইনডেমনিটি অধ্যাদেশ ও বিভিন্ন কালাকানুন জারী করে এবং সংবিধান সংশোধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ও চেতনাকে অবদমিত করার চেষ্টার চালিয়ে করেছে। মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শক্তিসমূহের ধারাবাহিক লড়াই সংগ্রাম ও জনতার শক্তিকে ঐক্যবদ্ধ করে সাধারণ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্টিত হয়েছে। কিন্তু এখনো একটি অপশক্তি করোনা অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবকে কাজে লাগিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সা¤্রাজ্যবাদী ষড়যন্ত্র করে ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাই জনতার শক্তিকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here