রাজশাহী তানোরে উৎপাদিত সামুদ্রিক শৈবাল

0
77
728×90 Banner

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার তানোর আব্দুল করিম সরকার বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, তানোর গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক, জনাব রাকিবুল সরকার (পাপুল) এর নিজ উদ্যোগে ঘরোয়া ভাবে ছোটপরিশরে (প্রজেক্টে; নর্দান এগ্রো ফার্ম) রাজশাহীর তানোরে উৎপাদিত অর্গানিক স্পিরুলিনা মানব দেহে পুষ্টিগুন সম্মত ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ফ্রান্স সরকারের খাদ্য মান নিয়ন্ত্রণকারী সংস্হার ল্যাবটেষ্টে উত্তীর্ণ হয়েছে।
(নর্দান এগ্রো ফার্ম) এর ব্যবস্থাপনা পরিচালক, জনাব রাকিবুল সরকার (পাপুল) যথাযথ ভাবে সরকারী পৃষ্ঠপোষকতা পেলে, তানোর, রাজশাহীতে উৎপাদিত মানব দেহে পুষ্টিগুনসহ মানসম্মত সামুদ্রিক শৈবাল-অর্গানিক স্পিরুলিনা বাংলাদেশ তথা রাজশাহি জেলার জন্য এক অপার সম্ভবনার দুয়ার খুলে দিতে পারে।
এবিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেনঃ
আলহামদুলিল্লাহ মহা পরাক্রমশালী মহান আল্লাহর রহমতে আমার নর্দান এগ্রো ফার্ম তানোর রাজশাহীর স্পিরুলিনা প্রজেক্টের উৎপাদিত অর্গানিক স্পিরুলিনা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ফ্রান্স সরকারের খাদ্য মান নিয়ন্ত্রণকারী সংস্হার ল্যাবটেষ্টে উত্তীর্ণ হয়েছে। যা বাংলাদেশ তথা রাজশাহির জন্য এক অপার সম্ভবনার দুয়ার খুলে দিতে পারে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here