জলবায়ু সমস্যা প্রকট আকার ধারণ করেছে : বাপ্পি সরদার

0
206
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ শনিবার সবুজ আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে হাজীরোড নিসর্গ পার্কে “জলবায়ু সংকট মোকাবেলায় করণীয় ও বৃক্ষরোপণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়।
কাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।
বাপ্পি সরদার তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে। উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন। তাই বরিশালবাসীকে সবার আগে আওয়াজ তুলতে হবে। জনমত গড়ে তুলে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে শিল্পোন্নত দায়ী রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণের দাবী জানাতে হবে।
এ সময় বরিশাল জেলার সমন্বয়কারী হিসাবে কাজী মিজানুর রহমান ও মহানগরের সমন্বয়কারী কাজী আফরোজার নাম ঘোষণা করা হয়।
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ড. রুহুল আমিন চৌধুরী, বরিশাল সিটি কলেজের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আবু নাঈম, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার জাহিদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here