জাতীয় সাংবাদিক সোসাইটি সাংবাদিকদের উপর হামলা মামলা ও নির্যাতনে উদ্বিগ্ন

0
311
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর হামলা মামলা হয়রানি ও নির্যাতনের ঘটনায় জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এড এম এ মজিদ ও মহাসচিব নাসির উদ্দিন বুলবুল এক যুক্ত বিবৃতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, নামহীন সংবাদ প্রকাশ করায় মানবজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল আমীনের নামে মামলা সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ – যা কখনোই করো কাম্য হতে পারে না।
এছাড়াও সাংবাদিক শফিকুল ইসলাম নিখোঁজ থাকলেও তার বিষয়ে আইন প্রয়োগকারী সংস্হা ও সরকারের কোন বিবৃতি ও বক্তব্য না থাকায় এবং কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্য রাতে তার নিজ বাসভবন হতে জেলা প্রশাসন তুলে
নিয়ে নির্যাতন ও মিথ্যা মামলা দায়ের করায় সাংবাদিক সমাজ তথা দেশবাসী উদ্বিগ্ন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন – যা একটি স্বাধীন সার্বভৌম ও গনতান্ত্রিক দেশে কখনও করো কাম্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here