জানুয়ারিতে রংপুরে শুরু হচ্ছে গ্যাস পাইপলাইন নির্মাণ কাজ

0
185
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আগামী জানুয়ারি মাস থেকে রংপুরে গ্যাস পাইপলাইন নির্মাণ কাজ শুরু হচ্ছে। ২০২২ সালের জুনে এই পাইপলাইন নির্মাণ কাজ শেষ হবে। অত্র অঞ্চলের শিল্প বিকাশের লক্ষ্যে গ্যাস সরবরাহ ও বিতরণ লাইন নির্মাণে সরকার প্রায় ১৮০০ কোটি টাকার এ প্রকল্প হাতে নিয়েছে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্লানিং) প্রকৌশলী শৈলজা নন্দ বসাক বিষয়টি নিশ্চিত করে জানান, শিল্প বিকাশের লক্ষ্যে উত্তরাঞ্চলের রাজশাহী, বগুড়ার পর এবার রংপুর বিভাগে গ্যাস সরবরাহের জন্য সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক নির্মাণে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের কাজ ২০২০ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে ২০২২ সালের জুনে শেষ হবে। এর আগে ২০১১ সালে রংপুর জেলা সফরকালে এ অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে ইতোমধ্যে বগুড়া থেকে রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপ লাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প স্থাপনে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পরামর্শক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট ফেসিলেশন কোম্পানির (আইএফসি) প্রকৌশলীরা সম্ভাব্যতা যাচাই শেষ করেছেন। এ প্রকল্পের আওতায় ২৪ ইঞ্চি ব্যাসের সঞ্চালন লাইন দিয়ে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।
তিনি বলেন, বগুড়া থেকে রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপ লাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প স্থাপনের বিষয় নিয়ে ইতোমধ্যে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড কর্মকর্তাদের সঙ্গে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদ ও শিল্পোদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোজতোবা হোসেন রিপন বলেন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কাজ শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন। বর্তমানে রংপুরের পীরগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে অনেক শিল্পোদ্যোক্তারা শিল্প প্লট কিনে গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গ্যাস এলেই এ অঞ্চলে শিল্প বিপ্লব ঘটবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here