জামালপুরে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ

0
108
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জন কর্মহীন মানুষের মধ্যে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোজাফ্ফর হোসেন ও শিক্ষা সচিব মাহবুব হোসেন এ উপহারসামগ্রী তুলে দেন।
জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েন। সরকার কর্মহীন মানুষের কথা চিন্তা করে সারা দেশে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জন নিম্নআয়ের মানুষের মাঝে এ উপহারসামগ্রী (খাদ্য সহায়তা) বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবণ।
শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অকারণে কেউ ঘর থেকে বের হবেন না। এই রোগ থেকে বাঁচতে হলে ঘরে থাকার কোনো বিকল্প নেই।
সংসদ সদস্য প্রকৌশলী মোজাফ্ফর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্নআয়ের মানুষের কথা ভেবে তাদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। খাদ্যের যাতে কোনো অভাব না হয়, সে জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
খাদ্য সহায়তা বিতরণের সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here