টঙ্গীতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

0
61
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে গতকাল রোববার দুপুরে শিক্ষার্থীদের মাঝে ২০২৩ইং শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছে। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, সফিউদ্দিন সরকার একাডেমি, হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল, কাদেরিয়া টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়, নিশাত জুট মিলস আদর্শ উচ্চবিদ্যালয়, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস, মন্নু টেক্সটাইল মিলস, হাজী সৈয়দ আলী উচ্চবিদ্যালয়, হাজী এম.এ গনি উচ্চবিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠে। নতুন বই হাতে পাওয়ার সাথে সাথে আনন্দ-উল্লাস শুরু করে তারা।
গতকাল দুপুরে টঙ্গী হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিফট ইনচার্জ এসকেএম নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল বারী, প্রভাতী শাখার শিফট ইনচার্জ নাজমুল আলম, শিক্ষক আব্দুল সাত্তার, মাসুদুর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, সিদ্দিকুর রহমান, আসাদুজ্জামান, শাহাদৎ হোসেন, মেহেদুল হক, নূর মোহাম্মদ চঞ্চল, বিপুল কুমার বিশ্বাস, সোহেল রানা, রাজিয়া পারভীন, জিন্নাতারা নিপা, মাহমুদা নাসরিন, ইমরান খান, মাওলানা জসিম উদ্দিন, আব্দুল কাদের প্রমুখ।
হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার বলেন, নতুন বই পেয়ে আমি খুবই খুশি। বছরের প্রথম দিন আমাদের হাতে নতুন বই তুলে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
শিক্ষাপ্রতিষ্ঠানের এক অভিভাবিকা সাউদিয়া বেগম বলেন, নতুন বই পেয়ে ছেলে মেয়েরা খুবই আনন্দিত হয়েছে। আমরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here