টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সড়ক অবরোধ

0
239
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গীর তিস্তার গেইট এলাকায় বকেয়া বেতনের দাবিতে স্পেক্ট্রা সোয়েটার লিমিটেড নামক একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে মালিকপক্ষের সাথে আলোচনা করে পুলিশ বেতন পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ জানান, বকেয়া বেতনের দাবিতে স্পেক্ট্রা সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকেরা টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় শ্রমিকরা ইটপাটকেল ছুড়ে বেশ কয়েকটি গাড়ির ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর মো. রেজ্জাকুল হায়দার বলেন, আমাদের ঊধ্বর্তন কর্মকর্তা মালিকপক্ষের সাথে কথা বলেছেন। মালিকপক্ষ কয়েক ঘণ্টা সময় নিয়েছেন। এর মধ্যে শ্রমিকদের যে আ্যাকউন্ট গুলো করা হয়েছে তা অ্যাকটিভ করে এক মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here