টঙ্গীতে বিশ্ব ডাউন সিনড্রোম সচেতনতা মাস উদযাপিত

0
270
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে প্রথম বারের মতো পালিত হলো বিশ্ব ডাউন সিনড্রোম সচেতনতা মাস। মঙ্গলবার টঙ্গীতে স্থানীয় একটি রেস্টুরেন্টে ডাউন সিনড্রোম শিশুদের অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সচেতনতামূলক এ অনুষ্ঠান উদযাপিত হয়। ঘাস ফড়িং শিশু বিকাশ কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান সরদার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, আল হেলাল স্কুলের অধ্যক্ষ এবং সাংবাদিক ইউনিয়ন গাজীপুর এর সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লাহ, আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সমাজ সেবা অফিসার আবুল ফজল মোহাম্মদ আমান উল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার টঙ্গি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবাল। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাস ফড়িং শিশু বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা আশিয়া আহম্মদ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর পরিচালক লুনা রাজ্জাক, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর কো-অর্ডিনেটর খন্দকার আশেকুল ইসলাম, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর এডুকেটর দিপক কুমার রায়, সহকারি শিক্ষিকা নাসরিন ডলি, সহকারি শিক্ষক মো: আসাদুজ্জামান। আলোচনা সভায় বক্তারা ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিদের অধিকার, কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তির উপর গুরুত্বারোপ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here