টঙ্গীর বিসিকে ভ্রাম্যমান আদালত ৪ টি কারখানাকে ৬৬ লাখ টাকা জরিমানা করেছে

0
296
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী বেসিক এলাকায় র‌্যাব-১,গাজীপুর ক্যাম্প এবং পরিবেশ অধিদপ্তর এর সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০৪ টি কারখানাকে ৬৬ লাখ টাকা জরিমানাসহ আরো ০৪ টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা বন্ধ করে দিয়েছে।
সোমবার র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার টঙ্গী বেসিক এলাকায় কিছু শিল্প প্রতিষ্ঠান ব্যাপক ভাবে পরিবেশ দূষণ করে এলাকার বসবাসরত মানুষের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি সাধন করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর মনিটরিং এন্ড এনফর্সমেন্ট শাখার পরিচালক রুবিনা ফেরদৌসী এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাকসুদুল ইসলাম এর উপস্থিতিতে টঙ্গী এলাকায় ০৪ টি উৎপাদনশীল কারখানায় র‌্যাব ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। র‌্যাবের অভিযানকালে উক্ত প্রতিষ্ঠান গুলোকে সর্বমোট ৬৬ লাখ টাকা জরিমানা ধার্য্য করেন এবং অপর ০৪ টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা বন্ধ করে দেওয়া হয়। উক্ত মোবাইল কোর্ট ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধনী ২০১৯) এর ১৫(১) মোতাবেক প্রতিষ্ঠান ১। রাশিক টেক্সটাইল মিলসকে মোট ৫৮ লাখ ২৫ হাজার ৭৬০/- টাকা, ২। আশা নিটিং ইন্ডাস্ট্রিজকে ০১ লাখ টাকা, ৩। কাশফি প্রিন্টিং লিমিটেডকে ০২ লাখ ৬২ হাজার ৪০০ টাকা, ৪। ফাইজা বাটন এন্ড জিপার লিমিটেডকে মোট ০২ লাখ ৫৭ হাজার ২৬৫/-টাকা সর্বমোট ৬৬ লাখ ৪৫ হাজার ৪২৫ টাকা জরিমানা ধার্য্যপূর্বক তা আদায় করা হয়।
ঘটনার সূত্রে জানা যায়, উক্ত প্রতিষ্ঠান গুলো দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার টঙ্গী বিসিক এলাকায় সু-কৌশলে পন্য উৎপাদন করে পরিবেশকে দূষিত করে কোটি কোটি টাকা আয় করে আসিতেছিল। উক্ত অভিযান শেষে প্রতিষ্ঠান গুলোকে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর মনিটরিং এন্ড এনফর্সমেন্ট শাখার পরিচালক রুবিনা ফেরদৌসী এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাকসুদুল ইসলাম পণ্য উৎপাদন করে পরিবেশ দূষণ করার অপরাধে ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধনী ২০১৯) এর ১৫(১) মোতাবেক সর্বমোট ৬৬ লাখ টাকা জরিমানা ধার্য্যপূর্বক তা আদায় করা হয় এবং অপর ০৪ টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here