টঙ্গীতে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

0
25
728×90 Banner

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে দুইটি পোশাক কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় একই মালিকানাধীন সিজন্স ড্রেসেস লিমিটেড ও মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই শ্রমিক বিক্ষোভ হয়।
পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানা প্রায় ১ হাজার ৫০০ জন ও মিফকিফ অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় ৮০০ জন শ্রমিক কাজ করেন।
কারখানাটিতে এখনো গত এপ্রিল মাসের বেতন বাকি। গত কয়েকদিন যাবত তারিখ ঘোষণা করে বেতন পরিশোধের কথা জানায় মালিকপক্ষ।
গতকাল সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দিয়ে বেতন পরিশোধের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেয়।
কারখানা দুইটির মালিক বাহাউদ্দিন বলেন, বেতনের দাবিতে শ্রমিকেরা কারখানায় কর্মবিরতি পালন করেছে। দ্রুতই তাদের বেতন পরিশোধ করা হবে।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, ‘গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কারখানা মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি দ্রুতই বেতন পরিশোধ করবেন বলে শ্রমিকদের আশ্বাস দিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here