টঙ্গীতে মেয়েকে বাঁচাতে রিকশা চালক বাবার আকুতি

0
253
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: তিন বছরের শিশু মাসুমার হার্টে দু’টি ছিদ্র। ব্যথা শুরু হলে কান্নায় অস্থির হয়ে উঠে শিশুটি। আগে ওষধ খাইয়ে ব্যাথা থামিয়ে রাখা হলেও এখন ওষধেও কাজ হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, জরুরি ভিত্তিতে শিশুটির অপারেশন করতে হবে। অস্ত্রোপচারে সে পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবে বলে চিকিৎসকরা শিশুটির বাবাকে জানিয়েছেন। কিন্তু অপারেশন করতে দরকার প্রায় দুই লাখ টাকা। এতো টাকা যোগাড় করা রিকশাচালক বাবার পক্ষে সম্ভব নয়।
শিশুটিকে নিয়ে তার বাবা-মা শনিবার বিকেলে টঙ্গী প্রেসক্লাবে এসে চিকিৎসাপত্র দেখিয়ে সাংবাদিকদের সহযোগিতা চান। সর্বশেষ চিকিৎসাপত্রে দেখা যায়, শিশুটি ঢাকা শ্যামলী শিশু হাসপাতালের শিশু হৃদরোগ সার্জারি বিভাগের ইউনিট প্রধান (ইউনিট-২) সহকারী অধ্যাপক ডা. কাজী জাহিদুল হকের তত্বাবধানে রয়েছে। শিশুর বাবা মাসুম রানা জানান, চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন করে সুস্থ করতে প্রায় ২লাখ টাকা খরচ হবে। কিন্তু মেয়েটির ওষধপত্রের টাকা যোগান দিতে গিয়ে ইমিধ্যেই তিনি আরো নি:স্ব হয়ে পড়েছেন। বাধ্য হয়ে তার স্ত্রীও মানুষের বাড়িতে ঝি এর কাজ নিয়েছেন। তাদের পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব নয়। তিনি রিকশা চালিয়ে বহু কষ্টে সংসার চালিয়ে আসছেন। তার দুই সন্তানের মধ্যে শিশু মাসুমা ছোট। অর্থাভাবে একমাত্র ছেলে আলামিনকে (১২) এখনো স্কুলে দিতে পারেননি। মেয়েটির চিকিৎসার জন্য তিনি সমাজের ভিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, সঞ্চয়ী হিসাব নং- ০৪৩২০৮০০০০৩৪৫, মো. আবু তালেব, ওয়ান ব্যাংক, টঙ্গী এরশাদ নগর শাখা, গাজীপুর। অথবা বিকাশ নম্বর ০১৭১২৮৩২৯৯২ (পার্সোনাল)। মাসুম রানা স্ত্রী-সন্তানদের নিয়ে গাজীপুর মহানগরের টঙ্গীর গাজীপুরা বাইগ্যার টেকের হাজী আবু তালেব আকনের বাড়িতে ভাড়া থাকেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রৌহা কালির হাট গ্রামে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here