টঙ্গীতে স্মার্টকার্ড বিতরণ কেন্দ্রে ইসির নির্দেশনা অমান্য করে ফটোকপি ও লেমেনেটিং এর ব্যবসা

0
323
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগর ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগরে জাতীয় পরিচয় পত্র স্মার্টকার্ড বিতরণকে কেন্দ্রে করে বহিরাগতরা অবৈধ ব্যবসা শুরু করেছে এসব কর্মকান্ড বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি চিঠি সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‌্যাবের কোম্পানি কমান্ডের কাছে পাঠানো হয়।সেখানে জানানো হয়, বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রের আশপাশে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কিছু ব্যক্তি ভোটারদের বিভ্রান্ত করে স্মার্টকার্ডের কালার ফটোকপি, লেমিনেটিং এবং স্মার্টকার্ড সংরক্ষণের জন্য কাভার বিক্রির ব্যবসা শুরু করেছে।নির্বাচন কমিশন হতে স্মার্টকার্ড সংরক্ষণের জন্য প্রত্যেক ভোটারকে একটি করে কাভার দেওয়া হলেও অসাধু চক্র ভোটারদের ভুল বুঝিয়ে তা তাদের কাছ থেকে নতুন একটি কিনতে করতে বাধ্য করছে। তা ছাড়া স্মার্ট কার্ড যেন হারিয়ে না যায় সে জন্য কালার ফটোকপি করে তা লেমিনেটিং করে ব্যবহারের পরামর্শ দিচ্ছে এবং করতে বাধ্য করছে।

বহিরাগতদের এহেন অবৈধ কর্মকান্ডের দায় নির্বাচন কমিশনের ওপর বর্তাচ্ছে, ভোটারদের মাঝে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যা কোনোভাবেই কাম্য হতে পারে না উল্লেখ্য করা হয় ওই নির্দেশনায়। স্মার্টকার্ড বিতরণকে কেন্দ্র করে বহিরাগতদের এমন অবৈধ কর্মকান্ড বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হয় ওই নির্দেশনায়। কিন্তু গতকাল গাজীপুর মহানগর ৪৯ নং ওয়াডে এরশাদ নগর মজিদা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সরেজমিনে গিয়ে দেখা যায় নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে স্কুলের মুল গেইটে দখল করে স্মার্টকার্ডের কালার ফটোকপি, লেমিনেটিং এবং স্মার্টকার্ড সংরক্ষণের জন্য কাভার বিক্রির অবৈধ ব্যবসা শুরু করেছে। এসব ফটোকপি ও লেমেনেটিং মেশিনের দোকানদারদের সাথে কথা বলে যানা গেছে কেন্দ্রের আশপাশে স্থানীয় প্রভাবশালী মহলের নেতাদের ১ লক্ষ ২০ হাজার টাকার দিয়ে ৯দিনের জন্য মোট ১০ টি লেমেনেটিং মেশিনের অনুমতি নিয়েছে। এই ১০টি মেশিনের বাহিরে এখানে অন্যকোন মেশিন কেউ বসাতে পারবেনা । কেন্দ্রে দেখা গেছে ঐ ১০টি মেশিনের বাহিরে আরও কিছু মেশিন নিয়ে বসার জন্য ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন জয়ের পিছু পিছু ঘুরঘুর করেও সেখানে বসার সুযোগ পাননি। জুয়েল তাদেরকে জানান এই কেন্দ্রে সিফাত,রানা ও রবিউল কে আমরা ১ লক্ষ ২০ হাজার টাকার চুক্তিতে ১০ টি লেমেনেটিং মেশিন বসার অনুমতি নিয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here