টঙ্গীতে রিক্সার গতিরোধ করে ব্যাপক চাদাবাজির অভিযোগ

0
248
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরের টঙ্গী থানা এলাকার চেরাগ আলী বাসস্ট্যান্ড হয়ে দেওড়া মুদাফা শাখা সড়কে চলাচলরত সকল রিক্সা থেকে প্রতিদিনি ১৫ থেকে ২০ টাকা জোর পূর্বক চাদাআদায় করে নিচ্ছে একশ্রেণীর অসাধুচক্র। ব্যাটারী চালিত রিক্সা ও বাংলা রিক্সা মহাসড়কে নিষেধাজ্ঞা থাকার কারণে রিক্সা চালকরা বেছে নিয়েছে তাদের নিকটবর্তী শাখা সড়কগুলো, তাতেও রেহাই পাচ্ছে না তারা। রিক্সা চালক কল্যাণ সমিতি স্থাপিত ২০১৯ চেরাগ আলী টঙ্গী গাজীপুর- দৈনিক সঞ্চয় ১৫ টাকা এমন লিখিত রশিদ দিয়ে রিক্সার গতি রোধ করে ৫/৬ জনের একটি দল মেহনতী মানুষের কাছ থেকে জোর পূর্বক হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। একান্ত সাক্ষাৎকারে তারা বলেন- এ ধরণের কোন সাংগঠনিক সমিতি নেই, মালিকদেরকেও জানাননি তারা। সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া ভুয়া সমিতির নাম ভাঙ্গিয়ে রীতি মত চাদা আদায় করে যাচ্ছে- হানিফ, লাল মিয়া, মোতালেব সহ ৫ থেকে ৬ জনের একটি চক্র। চাদা দিতে অস্বীকার করলে রিক্সা আটকে রেখে মারধর করে গদি নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।

বিষয়টি নিয়ে লাল মিয়া’র কাছে জানতে চাইলে তিনি ফোনালাপে বলেন- অত্র এলাকার রিক্সা চালকদের নিয়ে আমার একটি সমিতি আছে। সেই সমিতির ১৫ টাকা প্রতিদিন আমার লোকজন আদায় করে নিচ্ছে। সরেজমিনে ঘুরে এসে জানা যায়, মালিক ও চালকদের এতে কোন সম্মতি নেই, সম্পূর্ণ বেআইনি ভাবে জোর পূর্বক চাদা আদায় করে যাচ্ছে তারা। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক এর কাছে একাধিক বার অভিযোগ করার পর বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেও কোন ব্যবস্থা নেননি তিনি। অজানা কারণে বন্ধ হয় নাই চেরাগ আলী সড়কের রিক্সা চাদাবাজি। বেক্সিমকো রোড, দেওড়া মুদাফা শিল্প কারখানার ঘনবসতি এলাকায় চলাচলরত যাত্রী সাধারণের সুবিধার্থে রিক্সা গ্যারেজ মালিকগণ অন্য এলাকা থেকে ডেকে নিয়ে সুবিধা দেওয়ার পরও চাদাবাজীর কারণে ধরে রাখতে পারছেনা চালকদের। মালিক পক্ষ স্থানীয় প্রভাবশালী নেতাদের কাছে অভিযোগ করে কোন প্রতিকার নেই বলে জানান তারা। খেটে খাওয়া গরিব মেহনতী মানুষের উপর এমন অরাজকতা চলতি মার্চ মাসের শুরু থেকে চলমান থাকার পরেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে চাদাবাজি বন্ধ করার কোন উদ্যোগ না থাকায় চরম হতাশায় তারা। চাদা আদায় কারীদের সাথে রিক্সাচালকের বাকবিতন্ডা, হাতাহাতি, মারধর যেন নিত্য দিনের ঘটনা। যেকোন সময় বড় ধরণের অনাকাঙ্খিত ঘটনা না ঘটার স্বার্থে স্থানীয় প্রশাসন সহ উর্দ্ধতন কর্মকর্তাদের আমলে নিয়ে উক্ত এলাকার চাদাবাজি বন্ধের দাবি জানান ভুক্তভোগী রিক্সা মালিক ও চালকেরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here