টঙ্গীতে হেলপারের অন্ডকোষ ফাটিয়ে দিল ট্রাফিক সার্জেন

0
347
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে বাসের হেলপারের অন্ডকোষ ফাটিয়ে দেওয়ার অফিযোগ উঠেছে এক ট্রাফিক সার্জেনের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকাল ৯ টায় গাজীপুরা বাসস্ট্যান্ড এ ঘটনা ঘটে।
পত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা অভিযোগ করেন, গাজীপুরগামী জামালপুরের রাজিব পরিবহনের একটি বাস যাত্রী নামনোর জন্য গাজীপুরা বাসস্ট্যান্ডে থামে। পরে সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন আনোয়ার জাহিদ মিলন বাসের দরজায় দাড়িয়ে থাকা হেলপারকে তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলে সেটি হেলপারের অন্ডকোষে লাগে, এতে সঙ্গে সঙ্গে তার রক্তক্ষণ শুরু হয়। এ সময় স্থানীয় জনতা যানচলাচল বন্ধ করে দেয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হোসেন মার্কেটে ইম্পেরিয়াল জেনারেল হাসপাতালে আহত রুবায়েত (৪৫) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
টঙ্গীর ট্রাফিক ইন্সপেকশন (টিআই) তরিকুল ইসলাম জানান,” হেলপারকে মারতে গেলে অসাবধান বসত তার অন্ডকোষে লেগে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here