টঙ্গীতে ৫৪তম বিশ্ব ইজতেমা শুরু

0
350
728×90 Banner

মৃণাল চৌধুরী সৈকত: আজ ভোর থেকে টঙ্গীর কহর দরিয়া তুরাগ নদীন তীরে শুরু বিশ্ব ইজতেমা। তবে গতকাল বাদ আছর পাকিস্থানের মাওলানা ওবায়দুল্লাহ খসরুর আম বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়। বাদ মাগরিব বয়ান করেন গুজরাটের মাওলানা লাট সাহেব। ইতিমধ্যে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা। ফলে ইজতেমা ময়দান বিশ্ব মুসলিমদের মিলনমেলায় পরিণত হয়েছে।
এ বছর দুই দফায় ১৬ এবং ১৮ ফেব্রুয়ারি মোনাজাত অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী আইনশৃংখলা বাহিনীর বিপুল পরিমান সদস্য মোতায়েন করা হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিসসহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। বিদেশী মেহমানদের নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনী বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে প্রতিবারের ন্যায় এবারো লাখো মুসল্লীর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিনামূল্য চিকিংসাসেবা প্রদানের ব্যবস্থ গ্রহন করেছে দেশের ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ)বাংলাদেশ ও ফ্রি মেডিকেল সেন্টার ইসলামিক মিশন, ইসলামিক ফাউন্ডেশন উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, র‌্যাব-১ এর কম্পানি কমান্ডার আব্দুল – আল মামুন।
বিশ্ব ইজতেমা পরিচালনা কমিটির মুরব্বী ইঞ্জিনিয়ার মাহফুজ জানান, আজ শুক্রবার থেকে শুরু হবে তাবলিগ জামাত আয়োজিত মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম সমাবেশ ৫৪তম বিশ্ব ইজতেমা। এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লিরা ইতোমধ্যে ময়দানে অবস্থান নিয়েছেন। এছাড়া ৮৫ রাষ্ট্রের ৯০০ শতাধিক বিদেশী মুসল্লি অংশগ্রহন করেছে। বিদেশীদের আগমন অব্যাহত রয়েছে। ১৫ ফেব্রæয়ারী থেকে টানা ৪ দিন ব্যাপী ইজতেমা শুরু হলেও দু’ধাপে দু’পক্ষের নেতৃত্ব থাকছে। প্রথম দুই দিনের নেতৃত্বে থাকবেন মাওলানা জোবায়ের অনুসারী তাবলীগ মুসল্লীরা। পরবর্তী দু’দিনে থাকবেন মাওলানা সা’দ পন্থী ওয়াসেফুল ইসলামের অনুসারী তাবলীগ মুসল্লীরা। দু’গ্রুপেরই আলাদাভাবে থাকছে আখেরী মোনাজাতের অনুষ্ঠান। প্রথম পক্ষের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে শনিবার এবং দ্বিতীয় পক্ষের আখেরী মোনাজাত সোমবার।
প্রথমপর্বে খিত্তাওয়ারি মুসল্লিদের অবস্থান ঃ এবছর প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিরা যেসমস্ত খিত্তায় অবস্থান করবেন তা হলো- গাজীপুর (খিত্তা নং-১), টঙ্গী-১-৩ (খিত্তা নং-২,৩,৪), মিরপুর-১,২ (খিত্তা নং-৫,৬), সাভার-১,২ (খিত্তা নং-৭,৮), মোহাম্মদপুর ( খিত্তা নং-৯), ডেমরা (খিত্তা নং-১০), কেরানীগঞ্জ-১,২ (খিত্তা নং-১১, ১২), কাকরাইল-১-৭ (খিত্তা নং-১৩-১৯), রাজশাহী (খিত্তা-২০এর ক), নওগাঁ (খিত্তা-২০এর খ), নাটোর (খিত্তা-২০এর গ), চাপাইনবাবগঞ্জ (খিত্তা-২০এর ঘ), যাত্রাবাড়ি-১,২ (খিত্তা-২১, ২২), সিরাজগঞ্জ (খিত্তা-২৩), ধামরাই (খিত্তা-২৪এর ক), দোহার (খিত্তা-২৪এর খ), নবাবগঞ্জ (খিত্তা-২৪এর গ), মানিকগঞ্জ (খিত্তা-২৫), টাঙ্গাইল (খিত্তা-২৬), রংপুর (খিত্তা-২৭এর ক),নীলফামারী (খিত্তা-২৭এর খ), কুড়িগ্রাম (খিত্তা-২৭এর গ), গাইবান্ধা (খিত্তা-২৭এর ঘ), লালমনিরহাট ( খিত্তা-২৭এর ঙ), বগুড়া ( খিত্তা-২৮ এর ক), জয়পুরহাট ( খিত্তা-২৮এর খ), মুন্সিগঞ্জ ( খিত্তা-২৯), যশোর ( খিত্তা-৩০এর ক), নড়াইল (খিত্তা-৩০এর খ), মাগুরা ( খিত্তা-৩০ এর গ), ঝিনাইদহ ( খিত্তা-৩০ এর ঘ), নারায়নগঞ্জ (খিত্তা-৩২), বরিশাল (খিত্তা-৩৩ এর ক), পিরোজপুর (খিত্তা-৩৩ এর খ), ঝালকাঠি (খিত্তা-৩৩ এর গ), ভোলা (খিত্তা-৩৪), নরসিংদী ( খিত্তা-৩৫), খুলনা (খিত্তা-৩৫এর ক), সাতক্ষীরা (খিত্তা-৩৫এর খ), বাগেরহাট (খিত্তা-৩৫এর গ), কুষ্টিয়া (খিত্তা-৩৬ এর ক), মেহেরপুর (খিত্তা-৩৬ এর খ), চুয়াডাঙ্গা (খিত্তা-৩৬ এর গ), ময়মনসিংহ (খিত্তা-৩৭), শেরপুর (খিত্তা-৩৮ এর ক), জামালপুর (খিত্তা-৩৮ এর খ), নেত্রকোনা (খিত্তা-৩৯), কিশোরগঞ্জ (খিত্তা-৪০), গোপালগঞ্জ (খিত্তা-৪১এর ক), ফরিদপুর (খিত্তা-৪১এর খ), রাজবাড়ী (খিত্তা-৪১এর গ), শরীয়তপুর (খিত্তা-৪২এর ক), মাদারীপুর (খিত্তা-৪২এর খ), সিলেট (খিত্তা-৪৩এর ক), সুনামগঞ্জ (খিত্তা-৪৩এর খ), হবিগঞ্জ (খিত্তা-৪৩এর গ), মৌলভীবাজার (খিত্তা-৪৩এর ঘ), চট্টগ্রাম (খিত্তা-৪৪এর ক), কক্সবাজার (খিত্তা-৪৪এর খ), বান্দরবান (খিত্তা-৪৪এর গ), খাগড়াছড়ি (খিত্তা-৪৪ এর ঘ), রাঙ্গামাটি (খিত্তা-৪৪ এর ঙ), ফেনী (খিত্তা-৪৫এর ক), নোয়াখালী (খিত্তা-৪৫এর খ), লক্ষীপুর (খিত্তা-৪৫এর গ), কুমিল্লা (খিত্তা-৪৬এর ক), চাঁদপুর (খিত্তা-৪৬এর খ), ব্রাহ্মণবাড়িয়া (খিত্তা-৪৬এর গ), পটুয়াখালী (খিত্তা-৪৭), বরগুনা (খিত্তা-৪৮), পাবনা (খিত্তা-৪৯) এবং ৫০এর ক, খ, গ নং খিত্তায় দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড়ের মুসল্লিরা অবস্থান করবেন।
এদিকে ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গীর মন্নু টেক্সটাইল মিলস, অলিম্পিয়া টেক্সটাইল মিলস, আশরাফ টেক্স টাইলস মিলস, হোন্ডা রোড এলাকায় বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ীরা বিভিন্ন ধরনে দোকানের পসরা সাজিয়ে বসেছেন। ব্যবসায়ীরা জানান, স্থানীয় ইজারাদার গন তাদের কাছ থেকে দ্বিগুন ভিটভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিলসহ বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করছে। এভাবে চলতে থাকলে ইজতেমায় ব্যবসা করা যাবে না বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।
অপরদিকে বিশ্ব ইজতেমা গেইট এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মইনুল হোসেন এক ছিনতাই কারি আটক করে। আটককৃত ছিনতাই কারি নারায়গঞ্জ জেলার আড়াই হাজার বিলফা গ্রামের মৃত আব্দুর আলির ছেলে ফারুক(৩৪)।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here