টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেলে ২১তম ব্যাচের নবাগতদের সংবর্ধনা

0
226
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ২১তম ব্যাচের, নবীনবরণ হাসপাতালের হেমোডায়ালাইসিস ইউনিট উদ্বোধন অনুষ্ঠান গতকাল কলেজ ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির গর্ভনিং বডির আই এম এল, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল এম আব্দুর রব পিএসসি (অব.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চেয়ারপার্সন অধ্যাপক ডা: শাহ্লা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লি: উপ ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, পরিচালক ডা: নাসরি রব, মো: ওয়াসিম রব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা: হাবিব শাহাদাত চৌধুরী, বিভাগীয় প্রধান অধ্যাপক ফ্যাকাল্টি মেম্মার, ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেড, ডা: সুলতানা পারভীন, পরিচালক, আইএমসিএইচ, অধ্যাপক ডা: হাবিব সাদাত চৌধুরীসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টঙ্গীর গুটিয়া নিজস্ব ২৫ বিঘা জায়গার উপর অবস্থিত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এ বছর এমবিবিএস কোর্সে ১২০জন, নবাগত ছাত্রছাত্রী শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়েছেন। এর ভিতর ২৭জন বিদেশী রয়েছে। এছাড়াও সকাল ১১টায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলোজী বিভাগের হেমোডায়ালাইসিস ইউনিট এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ডা: শাহ্লা খাতুন, চেয়ারপার্সন, ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেড। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, আইএমএল ও চেয়ারম্যান, গর্ভনিং বডি, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ মেজর জেনারেল এম.আব্দুর রব, পিএসসি (অব:) এম.এ. মুবিন খান, উপ ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেড, নাসরিন রব, পরিচালক ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেড, মোহাম্মদ ওয়াসিম রব, পরিচালক, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। আজ থেকে কিডনি রোগীদের স্বল্প খরচে মাত্র ৮শ’ টাকায় ডায়ালাইসিস চিকিৎসা প্রদান কার্যক্রম নেফ্রোলোজী বিভাগের অধীনে শুরু হলো। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ৬৫০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here