টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ

0
37
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ। গতকাল রোববার বেলা ১টায় টঙ্গীর বাটাগেট সংলগ্ন এলাকায় বিশ্ব ইজতেমা উপলক্ষে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের সামনে দুপক্ষসহ আইনশৃঙ্খলা বিষয়ক চূড়ান্ত সমন্বয় সভা শেষে পুলিশ কমিশনার মাহবুব আলম সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি বিশ্ব ইজতেমার দুপক্ষের প্রতিনিধিদের নিয়ে কাজের অগ্রগতি তদারকি করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলমের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল। আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, জুবায়েরপন্থিদের প্রতিনিধি প্রকৌশল মেজবাহ উদ্দিন, সাদপন্থিদের আমির রেজাউল করিম সাদ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ বিশ্ব ইজতেমা সংশ্লিষ্ট সব বিভাগের প্রতিনিধিরা।
পুলিশ কমিশনার আরও বলেন, এবারের দুই পর্বেই ছয় হাজার করে পুলিশ মোতায়েন থাকবে। পুলিশ ছাড়াও আনসার র‌্যাবসহ অন্যান্য বাহিনী প্রতি বছরের মতো নিয়োজিত থাকবে।
ইজতেমায় বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, দুই পর্বের দায়িত্ব পালন নিয়ে কথা হয়েছে। কিছু অমীমাংসিত বিষয় মীমাংসা হয়েছে। দুপক্ষই একমত হয়েছেন।
সভা শেষে জুবায়েরপন্থিদের প্রতিনিধি প্রকৌশলী মেজবাহ উদ্দিন বলেন, আমরা দুপক্ষ বসেছিলাম। সব বিষয়ে ফয়সালা হয়েছে। এখন কোনো ঝামেলা নেই।
একই গ্রুপের শূরা সদস্য আহাম্মদ আলী বলেন, ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। ফাঁকা জায়গায় শামিয়ানা বিভিন্ন জেলা থেকে আসবে। শামিয়ানার সংকট কিনা এ বিষয়ে তিনি বলেন, কোনো সংকট নেই। ইজতেমার জায়গা বেড়েছে তাই চাহিদাও বেড়েছে। উত্তরার দিয়াবাড়িতে থাকা শামিয়ানা আসবে বলে জানান তিনি।
সাদ গ্রুপের প্রতিনিধি দলের প্রধান রেজাউল করিম সাদ বলেন, সমঝোতা হয়েছে। দেখা যাক কী হয়।
এদিকে বিশ্ব ইজতেমার মূল ময়দানের অনেক অংশ এখনো ফাঁকা রয়েছে। শেষ হয়নি মূল মঞ্চের কাজ।
মাঠের জিম্মাদারসহ ইজতেমার আয়োজক কমিটির সদস্যরা জানায়, দিয়াবাড়িতে বন্ধ হয়ে যাওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় ময়দান প্রতিষ্ঠা করার চেষ্টা বন্ধ হওয়ার পর ওই মাঠ থেকে শামিয়ানাসহ অন্যান্য সরঞ্জাম টঙ্গী ময়দানে আনার পর ইজতেমার আয়োজনের অন্যন্য কাজ সম্পন্ন হবে।
উল্লেখ্য, ২০১১ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়। সেই থেকে প্রতি বছর দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ২ থেকে ৪ ফেব্রæয়ারি ও ৯ থেকে ১১ ফেব্রæয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here