টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে চিকিৎসা শেষে ফিরল ২১ বন্দি

0
68
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়া ২১ শিশু বন্দিকে চিকিৎসা দিয়ে আনা হয়েছে। শুক্রবার সকালে আরো কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. দেলোয়ার হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত ২১ জন বন্দি শিশুকে হাসপাতালে চিকিৎসা দিয়ে আনা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আরো কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি অসুস্থ শিশু বন্দিদের নিয়ে ঝামেলায় আছেন, বিস্তারিত পরে জানাবেন বলে জানান।
গত বুধবার সকাল ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারুফ আহমেদ (১৬) নামে এক কিশোর বন্দির মৃত্যু হয়। নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলে মারুফের পরিবার।
মারুফ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার রফিক আহমদের ছেলে। সে ঢাকার খিলক্ষেত এলাকার দর্জিবাড়ি নামক স্থানে পরিবারের সঙ্গে বসবাস করত।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছে। তারা বুধবার হাসপাতালে মারা যাওয়া শিশু বন্দি মারুফের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত করেছে।তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক হলেন, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সাব্বির ইমাম, সদস্য উপপরিচালক রেজাউর রহমান ও সদস্য সহকারী পরিচালক মো. মুনতাসির ঘটনাস্থল পরিদর্শন করেন।
এরই মধ্যে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই সরকারি হেফাজতখানার আরো ১০ বন্দি শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে পাঁজনকে হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া ২১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here