ঠাকুরগাঁওয়ে নতুন বছরের বই পেয়ে উচ্ছ্বসিত বগলাডাঙ্গী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা

0
267
728×90 Banner

মামুনুর রশিদ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে প্রত্যন্ত অঞ্চলে নিভৃতে আলো ছড়াচ্ছে বগলা ডাঙ্গী হাট প্রতিবন্ধী বিদ্যালয়। নতুন বছরের বই পেয়ে উচ্ছ্বসিত বিদ্যালয়টির প্রতিবন্ধী শিশুরা। ২০১০ সালে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রামে ছোট একটি টিন শেডের ঘরে যাত্রা শুরু করে বিদ্যালয়টি।গ্রামের অবহেলিত,অসহায় ও হতদরিদ্র প্রতিবন্ধী ১৩০ জন শিশুদের নিয়ে প্রতিবন্ধী বিদ্যালয় গড়ে তুলেন স্থানীয় কয়েকজন যুবক। বুধবার নতুন বছরের বই বিতরণ উপলক্ষে বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় এক মনোঙ্গ অনুষ্ঠান। বগলাডাঙ্গী হাট প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মোনালিসা হক এর সভাপতিত্বে এ সময় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলাল হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের, ২ নং নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক,প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলাল হোসেন বলেন,বর্তমান সরকার প্রতিবন্ধী শিশুদের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। বগলা ডাঙ্গী হাট প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে ২০১০ সালে যাত্রা শুরু করে। এই গ্রামের কিছু সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বিদ্যালয়টি গড়ে উঠেছে। বিদ্যালয়টির প্রতিবন্ধী শিশুদের সুযোগ সুবিধার জন্য আমাদের সবধরনে সহযোগীতা থাকবে। বিদ্যালয়টির প্রতিবন্ধী শিশু ববিতা আমাদের প্রতিনিধিকে বলেন, নতুন বছরে ফ্রীতে বই পেয়ে আমার খুব ভালো লাগছে,মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ উনি যদি আমাদের জন্য হুইল চেয়ার,খাতা কলম ও ঔষধ পত্রের ব্যবস্থা করে তাহলে আমরা অনেক খুশি হবো। আর আমাদের স্যার আপারা অনেক কষ্ট করতেছে স্কুলটি এমপিও ভুক্ত হলে আমরা ভালো ভাবে পড়াশুনা করতে পারবো । বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা নুর জাহান বলেন, মানবতার মা দেশনেত্রী শেখ হাসিনার কন্যা সালমা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধী শিশুদের জন্য কাজ করতেছে। আমরা বিনা পারিশ্রমে এই অঞ্চলের প্রতিবন্ধী শিশুদের জন্য কাজ করতেছি । প্রতিবন্ধী শিশুরা যাতে পরিবারের বোঝা না হয় সে জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা আর কতো বিনা পরিশ্রমে কাজ করবো, আমাদেরওতো পরিবার আছে। সরকার যদি প্রতিবন্ধী শিশুদের ও আমাদের প্রতি একটু দৃষ্টি দেয় তাহলে আমরা অনেক উপকৃত হবো। বগলা ডাঙ্গী হাট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হাবিবুর রহমান জানান, ২০১০ সালে ছোট একটি টিন শেডের ঘরে এই এলাকার বিশেষ শিশুদের জন্য গড়ে তোলা হয় প্রতিবন্ধী বিদ্যালয়। এলাকার বিভিন্ন গ্রামে প্রতিবন্ধী শিশুদের খুঁজে বের করে নিয়ে আসে তাদের স্বয়ংসম্পুন করতে আমরা অনেক পরিশ্রম করে যাচ্ছি। বিশেষ শিশুরা যাতে সমাজের জন্য কিছু করতে পারে সে ভাবে তাদেরকে গড়ে তোলা হচ্ছে কিন্তু আমরা আর পাচ্ছি না আর কতো দিন এভাবে বিনা পয়সায় প্রতিষ্ঠানটি চালাবো। আমাদেরতো পরিবার আছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশ মাতা শেখ হাসিনা যদি আমাদের স্কুলটি এমপিও ভুক্ত করে তাহলে আমাদের পরিবারগুলো বাঁচবে। স্থানীয় বাসিন্দাদের দাবি অচিরেই প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত করা হউক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here