ঠিকাদার উধাও: মুন্সিপাড়া পুকুর ক্ষনন বন্ধ

0
377
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরের ২৬নং ওয়ার্ডের জয়দেবপুর বাজার, মুন্সিপাড়া এলাকায় অবস্থিত ভাওয়াল রাজার ঐতিহাসিক পুকুরটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সম্মানিত গাজীপুর জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিকতায় পুকুরটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক খনন কাজ শুরু করার কথা কিন্তু পানি সেচেই অদৃশ্য কারনে সময় ক্ষেপন করার অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি ভেকু এসে পুকুরটির পূর্ব পার্শ্বে অবৈধ দখলকৃত জায়গায় খনন কাজ শুরু করলে অদৃশ্য শক্তির বলে কাজটি থেমে যায় এবং পরদিন সকালে ভেকুটি খনন কৃত এলাকা ত্যাগ করে। জনমনে প্রশ্ন উঠেছে, এদেশে সরকার প্রধানের চেয়েও কি ক্ষমতা ধর রয়েছে কিনা। উপর মহলেল নিদের্শের পরেও কেন দখল মুক্ত হচ্ছে না পুকুরটি। ৩০ জুন ২০১৯ পুকুরটির ক্ষনন কাজ শেষ করার কথা থাকলে ও পুকুরটির অবস্থা আগের মতই। সম্প্রতি পুকুরটির দক্ষিণ-পশ্চিম ও দক্ষিন-পূর্ব স্থানে ময়লা ফেলে প্রায় ৫০ফুট জায়গা নতুন করে ভরাট হয়েছে। পুকুরপাড়ে সাইনবোর্ড টানিয়ে পুকুরটির ক্ষনন কাজ উদ্বোধন করেছিলেন সাবেক জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির। এরপর বেধে দেওয়া সময় চলে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। নাম মাত্র পানি শেচ ছাড়া আর কোনো কাজই করেননি ঠিকাদার। ঠিকাদার কেন কাজ করলেন না তা গাজীপুরবাসী জানতে চায়, নাকি সরকারি টাকা আত্মসাৎ করলেন ? এই পুকুরের ন্যায় গাজীপুর শহরের অনেক পুকুর ভরাট হয়ে বহুতল ভবন নির্মান হয়েছে। কোন কোনটি নির্মানের অপেক্ষায় রয়েছে। গাজীপুরবাসী বর্তমান জেলা প্রশাসক এস.এম. তারিকুল ইসলাম এর দৃষ্টি আকর্ষন করছেন যেনো তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং ব্যবস্থা গ্রহন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here