‘ডিজিটাল অ্যাপসের মাধ্যমে সারা দেশে ধান সংগ্রহ করা হবে’

0
201
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ১৬টি উপজেলায় অ্যাপসের মাধ্যমে পাইলট স্কিম চালু করেছি। বাকিগুলো কৃষি মন্ত্রণালয় যেভাবে তালিকা দিয়েছে স্বচ্ছতার সাথে জেলা ও উপজেলাগুলোতে খাদ্যসংগ্রহ কমিটি আছে কৃষকদের উপস্থিতিতে স্বচ্ছতার সাথে ধান কেনা হচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে। আমাদের ইচ্ছা আমরা সারা দেশে লটারি না করে, আস্তে আস্তে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের।
গত শুক্রবার নওগাঁ সদর খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে আমন চাল সংগ্রহ এবং ডিজিটাল খাদ্যশস্য ব্যবস্থাপনার আওতায় কৃষকের অ্যাপসের মাধ্যমে আমন ধান সংগ্রহের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটোয়ারী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here