গাজীপুরে ১৪১ ক্যান বিদেশী বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
230
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের পশ্চিম ডগরী এলাকা হতে ১৪১ ক্যান বিদেশী বিয়ারসহ কুখ্যাত ০১ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
আজ সোমবার দুপুরে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন পশ্চিম ডগরী এলাকায় বিয়ার ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কামান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন পশ্চিম ডগরী সাকিনস্থ ধৃত আসামী মোঃ আশরাফুল আলম(৩৫) এর উত্তর দুয়ারী বসত ঘরের অটো গ্যারেজের ভিতর অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামী ১। মোঃ আশরাফুল আলম(৩৫), পিতা-মৃত মোতালেব হোসেন, মাতা-মোসাঃ আয়শা বেগম, সাং-পশ্চিম ডগরী, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর’কে হাতে নাতে গ্রেফতার করে। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দখল হতে ১৪১(একশত একচল্লিশ) ক্যান বিদেশী বিয়ার এবং ০১(এক) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১৪১ ক্যান বিদেশী বিয়ার যার অনুমান বাজার মূল্য (৫০০ন্স১৪১)=৭০৫০০/-(সত্তর হাজার পাঁচশত) টাকা। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। আসামীর জব্দকৃত মাদকদ্রব্য (বিদেশী বিয়ার) বিক্রয় এর উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণি ২৪(ক) ধারায় অপরাধ করেছে। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here