ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বিশ্ব মানবাধিকার বর্ষপূর্তি’ উদযাপিত

0
216
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : বিশ্ব মানবাধিকার ঘোষণার ৭১তম বর্ষপূর্তি ও বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার দত্তপাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ৭১ মিলনায়তনে দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আলোকচিত্র প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম আবুল কালাম আজাদ। দ্বিতীয় পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আমির উল ইসলাম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এ এম এম হামিদুর রহমান, সহযোগী ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আবুল কালাম আজাদ বলেন, মানবাধিকারের মূল বিষয়গুলো পৃথিবীর প্রায় সব দেশের সংবিধানেই লিপিবদ্ধ রয়েছে। তারপরও পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন থেমে নেই। সঙ্গত কারণেই আমাদেরকে মানবাধিকার দিবস পালন করতে হয় যাতে মানুষ মানবাধিকার বিষয়ে সচেতন হতে পারে।
প্রধান আলোচকের বক্তব্যে ব্যারিস্টার আমির উল ইসলাম বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এ দেশের ৩০ লাখ মানুষ জীবন বিসর্জন দিয়েছে। দেশেকে স্বাধীন করেছে। তারপর সংবিধান প্রণয়ন করেছে। তারপরও কি সব জায়গায় মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
সংবিধানে জনগণের অঙ্গীকার নামে একটি অধ্যায় রয়েছে উল্লেখ করে খ্যাতিমান এই আইনজীবী বলেন, আমরা অনেকেই এই অঙ্গীকার সম্পর্কে জানি না। পাঠ করি না। হৃদয়ে ধারণ করি না। এজন্য আমাদের তরুণ প্রজন্মকে লড়াই অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেন ব্যারিস্টার আমির উল ইসলাম। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদেরকে জনগণের অঙ্গীকারনামা পাঠ করান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্যারিস্টার আমির উল ইসলাম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here