তুরাগবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করলেন- ওসি তদন্ত সফিউল্লাহ

0
91
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকারী সকল প্রকার বিধিনিষেধ মেনে চলার অনুরোধ করেছেন ডি এম পির তুরাগ থানার ওসি তদন্ত মোহাম্মদ সফিউল্লাহ । তিনি বলেন, সরকারী সকল প্রকার বিধিনিষেধ মেনে চলাই সবচেয়ে কার্যকরী প্রতিরোধ । এজন্য তুরাগ থানা এলাকার সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, একটুখানি সাবধানতা অবলম্বন করে নিজে বাঁচুন, এই দেশটাকে বাঁচান । ইতিমধ্যে যারা এই বিধিনিষেধ মেনেছেন, তাদের কারণেই এই বিপর্যয় মোকাবিলা করা সম্ভব হচ্ছে । অনেকেই চলমান বিধিনিষেধ, বাধ্যবাধকতা, কঠোরতার সীমিতকরণ নিয়ে অনেক কথা বলছেন । কিন্তু বাস্তবতা হচ্ছে যে যা-ই বলুক না কেন, সংক্রমণ বেড়ে গেলে তা কমানোর একমাত্র কার্যকরী ও পরীক্ষিত উপায় হলো মানুষকে ঘরে রাখা । ঘরের বাইরে চলাচল নিয়ন্ত্রণ করা । যদি পরিপূর্ণভাবে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যেতো, তাহলে গ্রাফটা আরও স্বস্তিদায়ক হতো, তা নিশ্চিত ভাবেই বলা যায় । করোনার ভয়াল থাবায় আমাদের প্রতিবেশী দেশ ভারত বিপর্যস্ত । ইন্টারনেটের কল্যাণে আমরা সেসব দৃশ্য দেখতে পাচ্ছি । ইতিমধ্যে ভারতে করোনার ডাবল মিউটেশন স্টেইন ধরা পড়েছে, যা ৩০০ গুণ বেশি সংক্রমক বলে দাবি করা হচ্ছে । ঘনবসতির দেশ বাংলাদেশে করোনার সেই ধরন প্রবেশ করলে সামগ্রিকভাবে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে, তা সহজেই অনুমেয় । তাই সকলের প্রতি আমার আকুল আবেদন আপনারা দয়া করে বাকি দিনগুলোতে সরকারী সমস্ত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলুন । মাস্ক ব্যবহার করুন । সামাজিক দূরত্ব মেনে চলুন । স্বাস্থ্যবিধি অনুসরণ করুন । কেবল তাহলেই অতিমারি করোনার এই প্রকোপ কমিয়ে আনা সম্ভব হবে ইনশাল্লাহ । আপনার একটুখানি সাবধানতা ও সচেতনতাই পারে আপনাকে, আপনার পরিবারকে, এই দেশকে সুরক্ষিত রাখতে । নিজে বাঁচুন, এই দেশটাকে বাঁচান ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here