তুরাগে আগুনে পুড়ল প্যাকেজিং কারখানা, ৫ কোটি টাকার ক্ষতি

0
33
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে ভয়াবহ আগুনে একটি প্যাকেজিং কারখানা পুড়ে গেছে । বৃহস্পতিবার (২৯শে ফেব্রæয়ারি ) দিনগত রাত আড়াইটার দিকে তুরাগের ধউর এলাকায় আলামিন প্যাকেজিং ইন্ডাস্ট্রিডে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে । অগ্নিকাÐে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিক মোঃ হাবিবুর রহমান । আগুনের স‚ত্রপাত কীভাবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি । স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে আলামিন প্যাকেজিং ইন্ডাস্ট্রিডের ভেতর থেকে ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যায় । মুহ‚র্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে । খবর পেয়ে উত্তরা থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষণে আগুনে কারখানার মেশিনসহ সমস্ত মালামাল পুড়ে যায় । উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিস স্টেশনের এই কর্মকর্তা ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here