তুরাগে ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার

0
57
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু : বৃহস্পতিবার তুরাগ থানাধীন ধউর ইষ্ট ওয়েষ্ট মেডিকেল এর বিপরীত পাশে তাহের মোল্লা হোটেল এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৫,২০০ পিচ ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট সহ ০২ জনকে গ্রেফতার গ্রেফতার করেছে।
এসআই (নিঃ)/মোঃ টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ তুরাগ থানা এলাকার কামারপাড়া স্কুলের সামনে অবস্থানকালে বিশ্বস্থ সূত্রে জানিতে পারেন যে, তুরাগ থানাধীন ধউর ইষ্ট ওয়েষ্ট মেডিকেল এর বিপরীত পাশে তাহের মোল্লা হোটেল এর সামনে পাকা রাস্তার উপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। ফাঁড়ি ইনচার্জ এসআই/মোঃ টিপু সুলতান উক্ত সংবাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সঙ্গীয় অফিসার সহ ১৭.০০ ঘটিকার সময় ঘটনাস্থলে পুলিশ পৌছামাত্র দুইজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পাইয়া কৌশলে পলায়নের জন্য উদ্যত হইলে এসআই/মোঃ টিপু সুলতান সঙ্গীয় অফিসার এর সহায়তায় উক্ত ব্যক্তিদ্বয়কে ঘটনাস্থল হইতে হাতে-নাতে গ্রেফতার করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মোকাবেলায় ধৃত ১নং আসামী মোঃ এনায়েত বেপারী (২৮) এর দেহ তল্লাশী কালে তার ডান হাতে বহনকৃত শপিং ব্যাগের মধ্যে ১৬(ষোল)টি সাদা পলিথিনের জিপার,যাহা কালো কস্টেপ দিয়ে মোড়ানো প্রতিটি জিপারে ২০০(দুইশত)পিচ করে মোট ৩২০০ (তিন হাজার দুইশত) পিচ ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট এবং ধৃত ২নং আসামী মোঃ তাজুল ইসলাম খান (৩০) এর ডান হাতে বহনকৃত শপিং ব্যাগের মধ্যে ১০(দশ)টি সাদা রঙের পলিথিনের জিপার, যাহা কালো কস্টেপ দিয়ে মোড়ানো প্রতিটি জিপারে ২০০(দুইশত)পিচ করে মোট ২০০০ (দুই হাজার) পিচ ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট সহ সর্বমোট ৫,২০০ (পাঁচ হাজার দুইশত) পিচ হালকা গোলাপী রঙের কথিত ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট আসামীদ্বয়ের নিজ নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার করা হয়।
তুরাগ থানার এফআইআর নং-৪/৮০, তাং-০২/০৩/২০২৩ইং; ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১)সারণির ১০(গ) রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here