তুরাগে নিয়ম বহিরভূত স্কুল স্থাপন,জনমনে অসন্তোষ

0
349
728×90 Banner

মাহফুজুল আলম খোকন:রাজধানীর তুরাগে শিক্ষা অধিদপ্তরের নিয়ম নীতির তোয়াক্কা না করে মাছ ও কাঁচা বাজারের মধ্যে স্কুল স্থাপন করাকে কেন্দ্র করে রিতিমত অসন্তোষ দেখা দিয়েছে এলাকা বাসির মধ্যে। গতকাল ফুলবাড়িয়া আদর্শ বিদ্যানিকেতন নামের স্কুলের উদ্ধোধন করেন ৩ জন কাউন্সিলরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
তুরাগের ফুলবাড়িয়া বাজার তথা কাশেম হাজীর মার্কেটের পূর্বপাশে মালেক হাজ্বী ও আবু হানিফদের নির্মানাধীন বহুতল ভবনের নিচতলায় মাছ,কাঁচা তরিতরকারি ও পাড়ের মার্কেটের দুতলায় স্থাপন করা হয়েছে ফুলবাড়িয়া আদর্শ বিদ্যানিকেতন নামের একটি অনিবন্ধিত স্কুল। উদ্ধোধনী অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ডিএনসিসি ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী আফসার উদ্দিন খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুর রাজ্জাক মেম্বার,সংরক্ষিত নারী কাউন্সিলর কমলা রানী মুক্তা,হাজ্বী লেয়াজ উদ্দিন,আব্দুল আজিজ মেম্বার,রফিকুল ইসলাম রুবু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে পাশের অন্যন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রতিহিংসা মুলক রেষারেষি না করে প্রতিষ্ঠান চালানোর অনুরোধ জানান। এদিকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাজারের মাজখান দিয়ে দেয়া হয়েছে ভবনের সিড়ি। ভবনের পিছনে রয়েছে ৬ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন,স্কুলটির পূর্ব পাশের ভবন মালিক হাজ্বী মো.দৌলত খান এখানে স্কুল স্থাপনের বিষয়ে আপত্তি করে ছিলেন, এই নিয়ে বেশ কয়েকটি সমজোতা বৈঠকও হয়েছে উনার সাথে,তবে স্কুলের ভবন মালিকরা এলাকার প্রভাবশালি হওয়ায় অবশেষে খান সাহেবকে সম্মুতি দিতে বাধ্য করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়ে কথাবলার জন্য তার বাড়িতে গিয়েও দৌলত খানকে পাওয়া যায়নি। স্কুলটি থেকে মাত্র ২০ গজের মধ্যে রয়েছে ১৯বছরের পুরোনো ফুলবাড়িয়া মোশারফ হাইস্কুল,ঢাকা মডেল হাইস্কুল,জাহানারা খাতুন আইডিয়াল হাইস্কুল আমজাদ আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ,উত্তরা মডেল মাদ্রাসা, আলোর মিছিল স্কুলসহ আরও কয়েকটি কিন্ডার গার্ডেন। শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্টান স্থাপনের প্রথম শর্ত হচ্ছে প্রতিষ্ঠানে শিশু কিশোরদের খেলাধুলার জন্য এক হাজার বর্গ মিটার জায়গা থাকতে হবে। যাতায়াতের জন্য নিরাপদ ব্যবস্থা রাখতে হবে। কিন্তু এই সকল নিয়ম কানুনের তোয়াক্কা না করে স্কুল স্থাপন করায় এলাকার সুশীল সমাজ অসন্তোষ প্রকাশ করেছেন। নামপ্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন,এমনিতেই ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে উঠা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের খেলার জায়গা না থাকায় কোমলমতি শিশুরা প্রতিরুদ্ধ হয়ে পড়ছে,তার উপর মাছ বাজার,কাাঁচা বাজারের মধ্য দিয়ে হেটেগিয়ে এই স্কুলে শিশুরা কি শিখবে.? এই বিষয়ে ফুলবাড়িয়া আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা মোছা.সাবিনা ইয়াসমিনকে পাওয়া যায়নি,পরে স্কুলের কো অডিনেটর মো. হেলার উদ্দিন বলেন, আমরা স্কুলের জন্য মন্ত্রনালয়ে আবেদন করেছি,শিশুদের যাতায়াতের জন্য আলাদা রাস্তা রয়েছে,আমরা ৩ হাজার করে দুইটি ফ্লোরে মোট ৬ হাজার স্কয়ার ফিট ভাড়া নিয়েছি,শিক্ষার্থীদের জন্য আমরা এখানে রাজ প্রাশাদ বানিয়েছেন বলেও দাবি করেনে তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here