তুরাগ থানা জাতীয় পার্টির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
63
728×90 Banner

মো:শাহজালাল দেওয়ান: ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা জাতীয় পার্টির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর তুরাগ থানা রোড এলাকায় মতবিনিময় সভায় তুরাগ থানা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন মিয়ার সঞ্চালনায় এবং তুরাগ থানা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মোঃ আলাউদ্দিন আলাল এর সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় এবং আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন তুরাগ থানা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন সরকার,সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনাম,সাবেক প্রচার সম্পাদক লেবু মিয়া,থানা জাতীয় পার্টির নেতা ওসমান মিয়া,মতিউল ইসলাম,নাজমুল ইসলাম খান,তুরাগ থানা ৫৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ হাবিব প্রমুখ। আলোচনা সভায় আগামী২৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সম্মেলন কে সফল করার লক্ষ্যে এবং সাংগঠনিক বিভিন্ন কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন অতীতের বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি কে ব্যবহার করে জোট করেছে কিন্তু এখন আর জাতীয় পার্টি কারো সাথে কোনো জোট করবে না। আগামী ২০২৩ সালে জাতীয় পার্টি ৩০০ আসন থেকে এককভাবে নির্বাচন অংশগ্রহণ করবে। বর্তমানে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির কাউকে চায় না,যায় তৃতীয় পক্ষ কোন রাজনৈতিক দল সরকার গঠন করুক। আর তৃতীয় পক্ষ হলে সেটা হয় একমাত্র জাতীয় পার্টি এছাড়া অন্য কোন রাজনৈতিক দল সরকার গঠন করার মতো নয় তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দিয়ে সরকার গঠন করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানায়। তুরাগ থানা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মোঃ আলাউদ্দিন আলাল তার বক্ত্যবে বলেন আমাদের জাতীয় পার্টির নেতা ছিলেন পল্লীবন্ধু হোসেন মুহাম্মদ এরশাদ তিনি বাংলাদেশের যে উন্নয়ন করে গিয়েছেন আরোও ১০০ বছর যদি কোন বাংলাদেশ দল সরকার থাকে তাহলে সে উন্নয়ন করতে পারবেনা। বিএনপি জোট জামাতসহ এরশাদ সাহেবকে মোট ৬৩ টি মামলা দিয়েছে সেই মামলা মাথায় নিয়েই এরশাদ সাহেব মৃত্যুবরণ করেছে অপরদিকে আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টিকে ব্যাবহার করে ৪ বার সরকার গঠন করেছে বিনিময় জাতীয় পার্টিকে কিছুই দেয় নাই। যতদিন জাতীয় পার্টি বেঁচে থাকবে ততদিন জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি করে যাব। এবং আগামীতে এককভাবে জাতীয় পার্টি ৩০০আসনে নির্বাচন করবে।
আলোচনা সভা শেষে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং নৈশভোজের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here