ত্রিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে ত্রাণ বিতরণ

0
142
728×90 Banner

এনামুল হক :ময়মনসিংহ ত্রিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৈশ্বিক মহামারি করোনায় আজ বিপর্যস্ত গোটা দেশ। করোনার প্রাদুর্ভাবে দেশের নিম্ন ও মধ্যবিত্তদের জীবনযাত্রা অনেকটাই থমকে গেছে। রাস্তার পাশে টঙ দোকানে চা-বিক্রেতা, রিকশাচালক কিংবা পরিবহন শ্রমিক নিম্ন আয়ের সব পেশার মানুষই এখন অর্থকষ্টে ভুগছেন। আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অনেকে। সংসারের খরচ চালাতে অনেককেই তাই চেয়ে থাকতে হচ্ছে অন্যের মুখের দিকে কিংবা ত্রাণের জন্য। প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে যাওয়া মানুষের মাঝে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল) ত্রিশালের বিভিন্ন স্থানে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ত্রিশলা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসন, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম, দৈনিক আমাদের সময় ত্রিশাল প্রতিনিধি সাংবাদিক এইচ এম জোবাইয়ের হোসেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here