দক্ষিণ অফ্রিকায় ২৮ সদস্যের মন্ত্রিসভায় ১৪ জন নারী

0
172
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় গত ৮ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) জয়লাভ করে। গত শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন রামাফোসা। নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ২৮ সদস্যের ওই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ১৪ জন নারী। দেশটির ইতিহাসে এবারই প্রথম কোনও মন্ত্রিসভায় অর্ধেক নারী সদস্য স্থান পেলেন। ঘোষিত মন্ত্রিসভার ১৪ নারী সদস্যের একজন বিরোধীদলীয় আইনপ্রণেতা। তিনি গুড পার্টির নেত্রী প্যাট্রিসিয়া ডি লিল। অবকাঠামো উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিগত মন্ত্রিসভা ছিল ৩৬ সদস্যের। সেই মন্ত্রিসভাকে ‘বড়’ বলে আখ্যা দেন নতুন প্রেসিডেন্ট রামাফোসা। তিনি অঙ্গীকার করেছেন, দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here