মেক্সিকোর পণ্যের ওপর ট্রাম্পের ৫ শতাংশ শুল্ক

0
198
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ অভিবাসন ঠেকাতে মেক্সিকো থেকে আসা সবপণ্যের ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামি ১০ই জুন থেকে এ ঘোষণা কার্যকর হবে। গতকাল শুক্রবার ট্রাম্প এক টুইট বার্তায় এ ঘোষণা দেন। মেক্সিকো থেকে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, অবৈধ অভিবাসন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ধীরে ধীরে শুল্ক বাড়তে থাকবে। এর আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ ¯্রােত ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ট্রাম্প। গত বছরের জুনে মেক্সিকো থেকে আমদানিকৃত ইস্পাতের ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ পদক্ষেপের কারণে পাল্টা আঘাত করতে বাধ্য হয় মেক্সিকোসহ অন্য বাণিজ্য অংশীদাররা। ওই সময় মেক্সিকোর উপ-অর্থনীতিবিষয়ক মন্ত্রী লুজ মারিয়া দো লা মোরা সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, যদি মার্কিন সরকার শুল্ক প্রত্যাহার করে না নেয়, তবে তার সরকার আগামি দুই মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের পণ্যের একটি তালিকা প্রস্তুত করবে। তিনি বলেন, আমরা এরইমধ্যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করছি। আমাদের তালিকায় মার্কিন কৃষিপণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কিছু পণ্য আমরা যুক্ত করতে যাচ্ছি এবং কিছু পণ্য তালিকা থেকে বাদ দিতে যাচ্ছি। মার্কিন শিল্প খাত ও ইস্পাত খাতকেও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রাম্পের শুল্ক আরোপের কারণে মেক্সিকোর আনুমানিক ২৭০ কোটি ক্ষতি হয়েছে। দো লা মোরা জানান, যুক্তরাষ্ট্রকেও সমপরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here