ধামরাইয়ে এক মফস্বল সাংবাদিকের জীবন-মরণ যুদ্ধ

0
129
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে এক মফস্বল সাংবাদিক মারাত্মক অসুস্থ অবস্থায় জীবণ-মরণ যুদ্ধ করে দিন পার করছেন। দ্বিতীয়বার স্ট্রোকের পর তার এমন অবস্থা হয়েছে। তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। তার চলাফেরা বন্ধ হয়ে গেছে। দীর্ঘ দিন ধরে তিনি শয্যাশায়ী হয়ে আছেন। বিছানাই এখন তার একমাত্র ঠিকানা। পরিবার পরিজন নিয়ে চরম অভাব অনটনের মধ্য দিয়ে অত্যন্ত অসহায় অবস্থায় তাকে সময় পার করতে হচ্ছে। ভুক্তভোগী এই সাংবাদিক ধামরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য মো. রেজাউল করিম।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন সন্তানের জনক সাংবাদিক রেজাউল করিম চলতি বছরের প্রথম দিকে দ্বিতীয় বারের মতো স্ট্রোক করে হাসপাতালে কিছুদিন চিকিৎসা গ্রহণের পর অর্থাভাবে হাসপাতাল ছেড়ে চলে আসেন। চারপাঁচ মাস ধরে তিনি বাড়িতে শয্যাশায়ী আছেন। প্রথম কন্যার বিয়ে দিলেও দ্বিতীয় সন্তান ছেলে নবম শ্রেণিতে পড়ে এবং ছোট সন্তান কন্যা প্রাইমারী শিক্ষার্থী। এমতাবস্থায় তার চিকিৎসাতো দূরের কথা চালচূলাই ঠিক মত জ্বলছে না। সহকর্মীরা যতটুকু পারছে সহযোগিতা করছেন। ক’ দিন আগে ধামরাই থানার ওসি মো. আতিকুর রহমান ওই সাংবাদিকের চলাফেরার জন্য একটি আধুনিক হুইল চেয়ার নিয়ে তার বাড়িতে হাজির হন। তিনি অসুস্থ এই সাংবাদিককে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন এবং একই সাথে তিনি উপস্থিত সংবাদকর্মীদের মাধ্যমে সমাজের বিত্তবানদের তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। এ সময় উপস্থিত ধামরাই প্রেসক্লাবের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংবাদিক মোকলেছুর রহমান, মিজানুর রহমান, আ: রউফ, মো: নাঈম সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ অসুস্থ সাংবাদিক রেজাউল করিমকে সহযোগিতার ব্যাপারে দেশের কেন্দ্রীয় ও আঞ্চলিক প্রেসক্লাব ও অন্যান্য সাংবাদিক সমিতি এবং সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের দৃষ্টি আকর্ষন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here