ধামরাইয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রবীন ও ত্যাগী নেতাদের নাম না দেয়ায় এমপি’র অসন্তুষ 

0
79
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে প্রবীন ও ত্যাগী নেতাদের নাম না দেয়ায় অসুন্তুষ প্রকাশ করেছেন ধামরাইয়ের স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। ভবিষ্যতে এমনটি না করার জন্য তিনি আয়োজকদের পরামর্শ দেন। এ ঘটনায় নাম বাদ পরা নেতাদের সমর্থকরাও অসন্তুষ প্রকাশ করে।শনিবার বিকেলে ঢাকা ধামরাইয়ে বালিয়া ইউনিয়নে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বর্তমান আহবায়ক বালিয়া’র সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন প্রতিষ্ঠিত বাস্তা স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। তবে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বর্তমান আহবায়ক বালিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন বলেন, নামের জন্য রাজনীতি করি না। রাজনীতি করি বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে ভালবাসি বলে।এ বিষয়ে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী বলেন, ব্যানারটি আমি তৈরি করি নাই। ব্যানার তৈরি করেছে সভাপতি আলিম অথবা চেয়ারম্যান মজিবর রহমান। উক্ত অনুষ্ঠানে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি অনুপস্থিত থাকায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানোড়া’র ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, সোমভাগের ইউপি চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন প্রমূখ। আরও উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, উপজেলা কৃষক লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমূখ। হাজার জনতার উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয়। দীর্ঘ বক্তব্য রাখেন ‘চেতনা একাত্তর’ এর আহবায়ক লুৎফর রহমান।এ ছাড়া বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবর রহমান। তিনি এমপি’র কাছে এলাকার সমস্যাবলী এবং বেশ কিছু দাবিদাওয়া তুলে ধরেন। আরও বক্তব্য রাখেন এ্যাডভোকেট হাবিবুর রহমান।অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর ব্যাপক আলোচনা হয়। বঙ্গব্নধু সহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। শেষপর্বে ছিল গণভোজের আয়োজন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here