ধামরাইয়ে মৌসূমী-মৌ এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

0
269
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মাদক, বাল্যবিবাহ ও মেয়েদের উত্যক্তকরণ প্রতিরোধ; সমাজ থেকে অপসংস্কৃতি ও কুসংস্কার দূরীকরণ, প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মানুষের মাঝে হাসি আনন্দ ছড়িয়ে দিতে বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই নানা কর্মসূচি হাতে নিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ণের লক্ষ্যে সমৃদ্ধি কর্মসূচির উদ্ভাবক ও প্রবর্তক ড. কাজী খলিকুজ্জমান আহমদ পরিচালিত ‘পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’ সহ আরও কিছু সংস্থার আর্থিক সহযোগিতায় পরিচালিত এসডিআই ঢাকা ধামরাই, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরণের কর্মসূচি ও অনুষ্ঠানাদি পালন করে আসছে।

গত ১৪ জুন শুক্রবার সংস্থাটি ধামরাইয়ের সূতিপাড়ায় তাদের নিজস্ব ট্রেনিং সেন্টার এফটিসিতে দিনব্যাপী আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে। দিনের শেষভাগে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসডিআই এর নিজস্ব ও দোয়েল সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন করলেও অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন উদীয়মান তরুণ সঙ্গীত ও অভিনয় শিল্পী; প্রখ্যাত মডেল তারকা আইনজীবি মৌসূমী-মৌ যার বিচরণ রয়েছে টেলিভিশন, থিয়েটারমঞ্চসহ বাংলার আনাচে কানাচে। বরেন্য গুণী ও সম্মানীত প্রখ্যাত অভিনয় শিল্পী প্রফের ড. ইনামুল হক, প্রখ্যাত গুণী ও অভিনয় শিল্পী দিলারা জামান, প্রখ্যাত চিত্র নায়িকা দিলারা ইয়াসমীনসহ অনুষ্ঠানের সভাপতি জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেরসর ড. আবুল হোসেন, প্রধান অতিথি এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জি, বিশেষ অতিথি পিকেএসএফ এর এডিএমডি মো. ফজলুল কাদের, এসডিআইয়ের সিইও সামছুল হক সহ উপস্থিত সবাই অনুষ্ঠানটি উপভোগ করেন। এসময় আমোদী দর্শকবৃন্দ আনন্দ উল্লাসে মেতে উঠেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here