নগর সবুজায়নে ছাদ বাগানীরা ঐতিহাসিক ভূমিকা রাখছে….. মোঃ আরিফ হোসেন খান

0
78
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : বিএডিসি গবেষণা সেলের সদস্য বিশিষ্ট কৃষি বিজ্ঞানী মোঃ আরিফ হোসেন খান বলেন, নগর সবুজায়নে ছাদ বাগানীরা ঐতিহাসিক ভূমিকা পালন করছে। পরিকল্পিতভাবে নগরীতে ছাদ বাগান ও বারান্দা বাগান গড়ে তুলতে পারলে নগরবাসী সবুজ ঢাকার মধ্যে বসবাস করতে পারবেন। জলবায়ু পরিবর্তনের ফলে যে অশনী সংকেত দেখা দিচ্ছে, ছাদ বাগান খুবই জরুরী হয়ে পড়েছে। যারা ঢাকা শহরে ছাদ বাগানী ও বারান্দা বাগানীর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ডেঙ্গু প্রতিরোধেও ছাদ বাগানীদেরকে বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। ঢাকা শহরে যারা ভাড়াটিয়া ও এপার্টমেন্টে একখন্ডের মালিক তারা যদি ছাদ বাগান কিংবা বারান্দা বাগান করতে চায় তাদের প্রতি বাড়ির মালিকদের উদার দৃষ্টি রাখা এখন সময়ের দাবি।
৮ই অক্টোবর ২০২২, শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিরপুর-১ এর ডেল্টা হাসপাতালের বিপরতীত দিকে মিরপুর মডেল একাডেমির স্কুল অডিটোরিয়ামে যোগ বিয়োগ সামাজিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ইভেন্ট উপলক্ষে নগর সবুজায়নে আমাদের প্রচেষ্টা ও ডেঙ্গু সচেতনতায় ছাদ বাগানীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এবং কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যোগ বিয়োগের ক্রিয়েটার বিশিষ্ট ছাদ বাগানী হানিফ ভূইয়ার সভাপতিত্বে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বিএআরআই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফারজানা নাসরিন খান, কৃষিবিজ্ঞানী ড. জেসমিন পারভীন সীমা, কৃষিবিদ ড. মাহবুবা সুলতানা রুমা, এম এইচ এম প্রোপাটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন মিন্টু, বাংলাদেশ গ্রীণ রোফ মুভমেন্টের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গোলাম হায়দার, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, যোগ বিয়োগ গ্রুপের উপদেষ্টা নায়ার সুলতানা, মিলি আহমেদ সোমা, মিরপুর মডেল একাডেমির স্কুলের প্রধান শিক্ষক সুভাশিষ কুমার বিশ্বাস, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সচিব কাউসার আহমেদ, গ্রুপ এডমিন হানি দেলোয়ার, মাকসুদা খানম, নাসিমা জামান, এম ডি সালাউদ্দিন, শায়লা টিয়া, ফাহমিদা হোসাইন, মোর্শেদা খাতুন, রুবী রহমান। অনুষ্ঠানে ‘বাগানী হওয়ার গল্প প্রতিযোগিতায় এবং রোগবালাই প্রতিরোধ গল্প প্রতিযোগিতায় ৭ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয়। পুরস্কৃতরা হলেন, খালেদা পারভীন, ফারহানা ইসলাম, দিলরুবা দিল, নাসরিন জাহান, ইসরাত জাহান নিপা, রেশমি রহমান, শান্তা ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ৩ শতাধিক বৃক্ষপ্রেমিকের হাতে বিভিন্ন গাছের চারা তুলে দেয়া হয় এবং লটারির মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। ইতিপূর্বে এই সংগঠনের উদ্যোগে ‘ফুল উৎসব বীজ উৎসবসহ নগরে ছাদ ও বারান্দা বাগানীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here