ঘুষখোর,কমিশন ব্যবসায়ীদের হাতে পুরো দেশ ও জাতি জিম্মি

0
98
728×90 Banner

মোঃ মতিউর রহমান সরদার: হাতে-কলমে কাজ না করে লেখক ও কলম যোদ্ধার দাবী করা চরম ভুল ছাড়া আর কিছুই নয় কি? তাই যেটুকু যোগ্যতা আছে, সেটুকু নিয়ে কলম যোদ্ধা হিসেবে কাজ করে আত্নতৃপ্তি পাওয়ার চেষ্টা চালিয়ে যেতে ক্ষতি কি?মহান আল্লাহপাক মানুষের মাথায় কি দান করেছেন, তা পরীক্ষা করতে অপরাধ কি? শুদ্ধ করে নিবেন যদি হয়ে থাকে কোন ভুলত্রুটি। সমাজের বাস্তবতা আমি তুলে ধরার জন্য আপ্রান চেষ্টা করেই যাচ্ছি। মানুষ ভুলের উপরে হবে নাকি?দুনিয়ার জগত- সৃষ্টির জগতের সীমাবদ্ধতা আছে। কিন্ত লেখার ও শিক্ষার জগতের কোন সীমাবদ্ধতা নেই। মুক্তিযোদ্ধার যুুদ্ধ এক সময় থেমে যায়, কিন্ত কলম যোদ্ধার যুদ্ধ কভু থেমে যাওয়ার নয়। দুনিয়ার জগতে ঘটনা ও দুর্ঘটনারও কোন শেষ নেই। তাই বলছি যে, রাজকীয় নীতি-আদর্শ, প্রশাসনের-শিক্ষার নীতি-আদর্শ, সংবিধান-ধর্মীয় সংবিধান ঠিকই আছে স্বীকার করছি। তবে সেই হিসেবে কর্মকান্ড বাস্তবায়ন নাই, তাও অস্বীকার করার সাধ্য নাই। তাই প্রয়োজনের তাগিদে রাজনীতিবিদ-প্রশাসনের কর্মকর্তাদের, ইসলাম ধর্মীয় শিক্ষক ও সাধারণ শিক্ষক গুরুদের নীতির সংস্কার করা একান্তই আবশ্যক । যে চাহিদা পুরণ না হলে সামনে আরো চরম দুর্গতি বয়ে আসবে। তাই অতীত থেকে চলমান সময়ের কর্মকান্ডের সম্ভাব্য বিবরণ সামনে উপস্থিত করছি। সুতরাং বুঝে-শুনে, দেখে-পর্যালোচনা করে ফিরিয়ে আনতে হবে ভালো কাজের প্রতি সুমতি। দেশ স্বাধীন হওয়ার আগে স্ব-দেশি আন্দোলনে যাঁরা জড়িত ছিলেন-বিশেষত রাজনীতি করতেন। তাঁরাও কিন্ত সকলে অবশ্যই রাজকীয় নীতির আলোকে রাজনীতি, নেতৃত্বের দায়িত্ব পালন করে গেছেন। তাই শিক্ষাঙ্গনে কোন প্রকারের ক্ষতিকর রাজনৈতিক প্রভাব বিস্তারের উপায়, বিদেশী দুঃশাসনামলেও ছিলো না। ভাই-ভাই-ছাত্র-শিক্ষক মারা-মারি, গোলা-গুলি করার ক্ষমতাও ছিলো না। সে সময় শিক্ষাঙ্গন মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি ছিলো। ঘুষের বিনিময় মেধাহীন শিক্ষক নিয়োগের সুযোগ ছিলো না। কারণ, তাতে শিক্ষার উন্নয়ন হবে না-ছাত্রসমাজ ভালো শিক্ষা অর্জন করতে পারবে না। টাকা ও ক্ষমতার প্রভাবে শিক্ষক হিসেবে যাদেরকে চাকুরী দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ভাষা-বানান উচ্চারণে, শিক্ষায় ছাত্রসমাজ ভুল শিক্ষা পাবে। সেগুলো মাথায় রেখেই, মানুষ গড়ার কারিগর হিসেবে, যাদেরকে নিয়োগ করা হয়েছিলো, তারাও ছিলেন মানুষ গড়ার যোগ্য কারিগর। সে সময় গুরুত্বপুর্ণ জায়গাগুলো পরিস্কার রাখতেন এবং শিক্ষাঙ্গন ছিলো ধূমপান ও নেশামুক্ত। আজকাল প্রকাশ্যে বিভিন্ন প্রকারের নেশা সেবন-ব্যবসা চলছে এবং কিছু সংখ্যক প্রভাবশালীরা নেতৃত্ব দিচ্ছে। সে সময় কোন সরকারের-প্রশাসনের সুবিধার জন্য শিক্ষার ভিতরে কু-শিক্ষার ছোঁয়া লাগার সুযোগ দিতেন না এবং শিক্ষক-শিক্ষা প্রতিষ্ঠানকে যথাস্থানে রাখতেন। সে সময় কেউ কোন সমস্যায় পড়লে নিরাপদ স্থান মনে করে স্কুল-কলেজে চলে যেতো এবং ছাত্র-ছাত্রীদের সহযোগিতা চাইতো-সঠিক সহায়তা পেয়ে উপকৃত হতো। এখন ছাত্র-ছাত্রীদের কথা শুনলেই মানুষ আতঙ্কিত হয় এবং ভয় পায়। শিক্ষা চলে গেছে কোন জায়গায়!কিন্ত পূর্বসূরীদের আরো বেশি ভালো স্বপ্ন ছিলো। যেমন-দেশ স্বাধীন হলে, বাংলাদেশের মানুষ সত্যিকারের সু-শিক্ষায় শিক্ষিত হবে-দেশ ও জাতিকে মানসম্পন্ন মানব সম্পদ হিসেবে গড়ে তোলার সুযোগ আসবে। শিক্ষা-প্রতিষ্ঠানে নকল প্রবেশ করলে, সে নকলের ভয়াবহ ক্ষতিকর ফসল, বিশ্বের মানব জাতিই ভোগ করবে এবং মেধার সংকট সৃষ্টি হবে। যার ক্ষতিকর প্রভাব উত্তরসূরীদের শিক্ষার উপরে পড়বে। অনেকে ডাক্তারি না পড়েও, টাকার বিনিময় ডাক্তারি সনদ নিয়ে, ডাক্তার হয়েছে, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহন না করেও, মুক্তিযোদ্ধার সনদ নিয়ে, রাষ্ট্রীয় ভাতাসহ নানামূখী সুবিধা নিচ্ছে। আমাদের পূর্বসূরীরা তখন কল্লনাও করতে পারেন নাই, স্বাধীনতার পরে, দেশে বহুরুপি মানুষের আবির্ভাব হবে এবং আসল ভাব-স্বভাব উঠে গেছে। এখন শিক্ষক ও সু-শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সনদ কেন্দ্রীক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। সময় কখনো শেষ হয়ে যায় না, এখনো সময় আছে। যাই হোক তখনকার সময় কোন খুনি-ধর্ষণকারী, দুর্নীতিবাজ-চোর, ডাকাতিসহ বহুমাত্রিক অপরাধের সাথে যারা যুক্ত ছিলো, তাদের রাজনীতিতে-প্রশাসনে শিক্ষকতার মতো সন্মাণিত পেশায় প্রবেশাধিকার বন্ধ ছিলো-ন্যায় বিচারের আওতায় নেওয়া যেত, কর্ম অনুযায়ী শাস্তি পেতো। কোন প্রকারের অন্যায়-অবৈধ আবদার করার সুযোগ ছিলো না। সেই আমলে সংবিধান-রাজকীয় নীতি, আদর্শের ও মানবিক গুণাবলীর বাহিরে গিয়ে কাজ করার সুযোগ ছিলো না। তাঁরাও নিয়ম-নীতির বাহিরে গিয়ে কাজ করতেন না। বিভিন্ন প্রশাসনের গুরুত্বপুর্ণ দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরাও ছিলেন অত্যন্ত মানবিক ও নীতি-আদর্শে উচ্চেকিত এবং সংবিধানচ্যুত হয়ে কোন কাজ করতেন না। বিদেশী দুঃশাসকেরা দুর্নীতি করে টাকাসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে যেতো, সে সম্পদ, তারা স্ব-জাতির কল্যাণে দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগাতো ও ব্যক্তিগত লাভের জন্য লুটতরাজ করতো না।
আজকের বাংলাদেশ নামটি কিন্ত হঠাত করেই বা একদিনের ভিতরেই আবিস্কার হয়নি। বিদেশী শাসনামলে বিভিন্ন নামে আজকের বাংলাদেশের নাম ছিল। এক এক শাসকের আমলে এক এক নামকরণ করা হয়েছে। আজকের বাংলাদেশেও, আগেকার বাংলাদেশের ও ভারতের মানুষ ছিলো এবং আছে-যাদের পূর্বসূরীরও জন্ম হয়েছে, এ দেশে। তাদের উত্তরসূরী আজ বাংলাদেশের রাজনীতিতে জড়িত এবং বিভিন্ন দলে ও প্রশাসনের গুরুত্বপুর্ণ পদ-পদবীতে রয়েছেন-নাগরিকত্বাও লাভ করেছেন। বাংলাদেশের কোন সরকার হিন্দু, মুসলিম ধর্ম নিয়ে বৈষম্য-বিভেদ সৃষ্টি করে নাই। সামান্য কিছু ভুল-বুঝাবুঝি বা ছোট দুর্ঘটনা ঘটেছে, তারপরেও কিন্ত হিন্দু, মুসলিম ভালো ভাবে মিলে-মিশে আছেন। তারা বিদেশী শাসনামলেও রাজনীতিতে জড়িত ছিল, আর প্রশাসনেও চাকুরী করতো এবং করছে। বাংলাদেশে জন্মগ্রহনকারী বিভিন্ন ধর্মের মানুষ তখনও মিলে-মিশে থাকতো এবং সকলেই ভবিষ্যত স্বাধীনতার স্বপ্নও দেখতো। সে সময় নেতা হতে টাকার ও হুংকারের প্রচলন ছিলো না। সে সময় যোগ্যতার প্রচলন ছিলো মাঠে-ময়দানে নেমে বাস্তবতার আলোকে কাজ করার এবং নীতি ও আদর্শের। সে সময়ের নীতি ও আদর্শের প্রমাণ পাওয়া যায়-বাংলাদেশের অনেক মুসলিম ও হিন্দু পরিবার ভারতে আছে এবং বিভিন্ন ভাবে ভারতে প্রতিষ্ঠিত হয়েছে, ভারতের অনেক হিন্দু-মুসলিম পরিবার, বাংলাদেশে বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যা অবশ্যই মহান স্বাধীনতার ফসল। ভারতে ধর্ম বৈষম্য ও বিভেদ আছে, বাংলাদেশে ধর্ম বৈষম্য-বিভেদ ভারতের তুলনায় নেই বল্লেই চলে। যাই হোক, হিন্দুসহ সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এবং সময়ের তাগিদে পর্বে পর্বে বিদেশী শাসক তাড়িয়েছেন। তাড়ানোর মূল লক্ষ্য ছিল কেউ ব্যক্তিগত বা পারিবারিক ভাবে উন্নয়ন ঘটাবে না-দেশ ও জাতিকে ঠকাবে না, দুর্নীতি, চুরি, টাকা পাচার, খুন-হত্যা, ধর্ষণ করবে না। সামগ্রিক ভাবে সকলে মিলে দেশ-জাতির উন্নয়ন ঘটাবে, জন্মভূমিকে মনের মতো করে সাজাবে-জাতিকে গড়ে তুলবে। কিন্ত সেই বিদেশী দুঃশাসকদের নীতির আলোকে-মানসিকতা নিয়ে, অনুসারী হয়ে, এখনো অনেকে-অনেক স্থানের গুরু দায়িত্বে থেকে কাজ করছে । দেখুন ভাই-কবরে গিয়েও আজকাল শান্তি নাই। আজকের কবর দিলে, কালকের গিয়ে দেখবেন কবরে মৃত্যু ব্যক্তির খবর বা লাশ নাই। মানুষ পরিবার-পরিজন নিয়ে স্বাধীন দেশের কোন দর্শনীয় স্থানে ঘুরতে যাবে, ঘুরতে গিয়ে নাজেহাল হবে-টাকা ছিনিয়ে নিবে, ইজ্জত লুট করে নিবে, নিরাপত্তা নেই স্বাধীন দেশে। দেশে যেটুকু নিয়ম-নীতি, আইন-মানবতা ও আদর্শ আছে, সেটুকু থাকতো না, যদি দেশের সকলেই অচেতন হয়ে ঘুমিয়ে থাকতেন। তার পরেও সত্যি কথা স্বীকার করে বলতে হবে যে, আজ আমাদের পূর্বসূরীদের স্বপ্ন পুরণের পথে ক্ষতিকরদের কর্মকান্ডই বড় ধরণের বাধা। তাই অনেকেই খাঁটি বাঙ্গালী হয়ে দেশ-জাতির স্বার্থের প্রতি গুরুত্বারোপ করে কাজ করা-চলা ফেরা করার শিক্ষা লাভ করতে পারেনি। বিদেশী নানামুখি সংস্কৃতি-কালচারের কাছে এখনো আক্রান্ত। রাস্তায় লক্ষ্য করে দেখুন যুবক ও যুবতিদের চলাফেরা এবং পোশাকের ঢং ও রীতিনীতি। আমরা বিভিন্ন ধর্মের ও শাসকদের চিন্তা-চেতনা ও মানসিকতার অনুসারী হয়ে বেড়ে উঠছি। পূর্বে যে পোশাকের স্বাধীনতা ছিল, সে স্বাধীনতার কতোটুকু স্বাধীনতা ভোগ করতে পারছি। তার প্রমাণ পাবেন যুব সমাজের পোশাক ঢং ও চুল কাটা দেখলে। যুবক-যুবতিদের মাঝে আত্নহত্যার প্রবনতাসহ বিচ্ছেদের মতো ভয়াবহ ঘটনা প্রতিদিন ঘটছেই। এর মূলে রয়েছে, তারা উভয়ই একাধিক প্রেম- পরকিয়ায় বিশ্বাসী। কেউ-কেউ নেশায় আশক্ত বেশি, আর এজন্য বেশি দায়ি হচ্ছে তথাকথিত বিদেশি সংস্কৃতি-কালচার ও দেশি সুবিধাবাদী চক্র। আজকাল ছেলে, মেয়েদের বিবাহ হওয়ার পরেও, কেউ সংসার ছেড়ে কারো সাথে পালিয়ে যায়-বাশর ঘর, বিবাহ অনুষ্ঠান থেকেও পালিয়ে যায়। সে ব্যথা ও অপমান সহ্য করা অনেক কষ্টকর বিষয়, তাই অনেক ছেলে-মেয়ে ও অভিভাবক আত্নহত্যা করে মারা যায়। আবার পরিবারের অভিভাবক বিদেশী নোংরা পোশাক পড়া বউ গ্রহন করতে চায় না। ফিরে যাচ্ছি পুরনো দিনের কিছু কথায়। বিদেশীদের শাসনামলেও, আজকের বাংলাদেশের রাজনীতিবিদ-রাজকীয় নীতির আলোকে রাজনীতি ও কাজ করেছেন। সে সময় কেউ যদি কারো উন্নয়নের জন্য একবার সহযোগীতা করতেন, তবে তাকে আর দ্বিতীয় কারো কাছে সহযোগীতা চাইতে হতো না এবং তখন ভিক্ষুকের সংখ্যাও আজকের মতো ছিলো না। একেই বলে রাজকীয় মনের রাজনীতি ও দায়িত্ব পালনের সু-নীতি। বিদেশী শাসনামলে প্রশাসনে যারা নির্ধারিত বেতনে চাকুরী করতেন, তারা সেই বেতন-ভাতা, সুযোগ-সুবিধাতেই খুশি থাকতেন। সে সময়ের রাজনীতিবিদ-প্রশাসনের কর্মকর্তাদের নীতি, আদর্শ-মানবতা-মানসিকতা বেশ ভালোই ছিল। স্ব-জাতির প্রতি ছিল তাদের পরম ভালোবাসা এবং ছিল সহযোগীতার হাত প্রসারিত। তবে বিদেশী দুঃশাসকদের অনেক আদেশ মেনে চলতে বাধ্য থাকতে হতো। তাছাড়া কি বিদেশি শাসকদের সাথে শক্তিতে পারতেন?দেশ ও জাতির টাকা চুরি এবং পাচার করে ব্যক্তিগত উন্নয়নের উদ্দেশ্য বাস্তবায়নের পথ বিদেশি শাসনামলে ছিল না। তারা ছিলো দেশ-জাতির সার্বিক উন্নয়নে বিশ্বাসী। সে সময় বাংলাদেশের কেউ কেউ চুরি-দুর্নীতি করার পক্ষে থাকলেও, তখনকার আইনের সঠিক শাসনের ও বিচারের ভয়, কেউ ঐপথে প্রবেশ করার সাহস করতো না। আমরা এখন পশুর রিজিকের টাকাও দায়িত্বপ্রাপ্তরা খেয়ে ফেলি-আমরা কি চমৎকার মানবতাবাদী!বিদেশী শাসনামলে কোন প্রকারের খাদ্যে ভেজাল করে, মাপে কম দিয়ে, শ্রেষ্ট জীব মানুষকে খাওয়ানোর ও ঠকানোর সুযোগ-সাহস কোন ব্যবসায়ীর ছিলো না। সরকার- প্রশাসনেও কোন দুর্বলতা ছিলো না। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোন দ্রব্য সামগ্রি বিক্রি করতে পারতো না। কোন অপরাধী গহিন জংগলে লুকিয়ে থেকেও রক্ষা পেতো না। আইনের উন্নয়নের উপর নির্ভর করে সকল উন্নয়ন। দেশ স্বাধীন হওয়ার পরে ক্ষমতাসীন সকল সরকার-প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীরা মিলে-মিশে, ইচ্ছেমতো তাদের সুবিধা আদায় করে নিবে, জাতির সুবিধা-অসুবিধার বিষয় চিন্তা করবে না। স্ব-জাতি হয়ে-স্ব-জাতির রক্ত এবং গোস্ত খাবে, স্বাধীনতার পতাকা উড়িয়ে বিশ্বে ঘুরে বেড়াবে, তা বুঝতে পারলে, আমাদের পূর্বসূরীরাও হয়তো, স্বাধীনতার পক্ষে দাঁড়াতেন না-জাতীয় স্বার্থে জীবনকে বিলিয়ে দিতেন না। সর্বশেষ বিদেশী দুঃশাসক পশ্চিম পাকিস্তানিদেরকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে তাড়িয়ে বিজয় অর্জন করেছি এবং সেজন্য অনেক বিসর্জন দিয়েছি। যুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের উন্নয়নের জন্য ও স্বাধীনতা সফল ভাবে অর্জনে সহায়ক হিসেবে বিদেশী দাতা-দাতা সংস্থা অনেক টাকা দান করেছেন। সে সময়ের টাকা বিভিন্ন ভাবে ব্যয় হয়েছে, যার হিসাব মেলানো যাবে না। স্বাধীনতার পর থেকে এযাবতকাল বিভিন্ন উন্নয়নে বিদেশী দাতা ও সংস্থা বাংলাদেশে সাহায্য অব্যাহত রেখেছে। দেশ-বিদেশের পক্ষ থেকে দেওয়া সাহায্যের টাকার মধ্য থেকে যদি আংশিক টাকাও সঠিক ভাবে কাজে লাগানো হতো, তা হলে দেশে ভিক্ষুকের সংখ্যাও তুলনামূলক ভাবে অনেকগুণে কমে যেতো। স্বাধীনতা অর্জনের আগে কি আশা করেছিলাম, কি পেলাম, আসুন সে হিসাব মিলিয়ে দেখি। বিধবা-সন্তানহীন নারীকে হত্যার আগে, পরে ভূয়া দলিল করে সম্পত্তি দখল করা, শিশু ধর্ষণ ও হত্যা করা, বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করা, অপহরন করে আটকিয়ে গণ ধর্ষণ-হত্যা করা, লাশ ঘুম করা, এসিড মেরে চেহারা বিকৃত করা, স্বামীকে বেধে রেখে, চোখের সামনে বউ-কন্যা, বোনকে ধর্ষণ করা, বিবাহের অনুষ্ঠান থেকে, নতুন বউকে তুলে নেওয়া, ধর্ষণ করা, আমলা কর্তৃক কাজের মেয়ে ধর্ষণ ও মা হওয়া, বাস ও ট্রেনে গণ ধর্ষণ, মানুষকে টুকরো-টুকরো করা, বস্তা ভরে ফেলে রাখা, হত্যার পরে, লাশ পানিতে ফেলে দেওয়া, স্কুল-কলেজে যাওয়ার পথে মেয়েকে অপহরন করা, গ্রামে নিয়ে কোন বাড়িতে, ধান খেতে, গণ ধর্ষণ করা, বখাটের হাতে ধর্ষন ও আত্নাহত্যা করা, পিস্তল দেখিয়ে, হুমকি দিয়ে কু-কর্মে লিপ্ত হতে বাধ্য করা, স্বামীর কাছ থেকে, বউ-সন্তান কেড়ে নেওয়া, ভোগ শেষে ফেলে দেওয়া, ভবিষ্যত অন্ধকার করা, কাজের মেয়ের চুল কেটে দেওয়া, গরম খুন্তি দিয়ে মুখে-বুকে ছ্যাঁকা দিয়ে চামড়া তুলে দেওয়া, অভাবের তাড়নায় নারীর ইজ্জত বিকিয়ে দেওয়া, বিনিময় ইজ্জত কিনে নেওয়া, তাছাড়া কেউ সহযোগীতা করে না, এদেশে নেই বিদেশী হায়েনা, তবে ওরা কোন দেশি হায়েনা?এক সময় ঢাকার বাহিরের মানুষ, ঢাকায় বাড়ি কিনলে, জমি কিনলে, দোকান করলে, চাঁদাবাজকে চাঁদা দেওয়া, চাঁদা না দিলে, রাতে বাড়ির ইটা খুয়ে ফেলা, পরে চাঁদা দিতে বাধ্য করা, এ কেমন স্বাধীনতা?একটি চক্র আছে, যারা সকল মুশকিলকে আছানে পরিনত করে দিতে পারে। এ কথা বলে ভূক্তভোগী কতো অসহায় মানুষের কাছ থেকে, কতো কায়দা ও কৌশলে টাকা আদায় করে থাকে। টাকা নেওয়ার পরে আর প্রতারক চক্র খুঁজে পায় না, তারা করে রাস্তায়-রাস্তায় কান্না। ধর্ষীতা নারীর ফরিয়াদ নগদে কবুল করেছেন মহান বিধাতা!মহান স্বাধীনের পরে বরিশাল সদরের আস্তাকাঠী গ্রামের জনৈক বিহারী মাওলানার বাড়িতে একদল ডাকাত গিয়েছিলো ডাকাতি করার জন্য। বিহারী মাওলানার মেয়েরা গভীর রাতে ইবাদত করতেন। ডাকাতের উপস্থিতি টের পেয়ে চাবি ছুড়ে দিয়েছেন এবং বলেছেন, আপনাদের যা মনে চায়, ডাকাতি করে তা নিয়ে যান, কিন্ত তার বাহিরে চিন্তা করবেন না। ডাকাতে কি করলো?মেয়েদের সামনে থেকে আল-কোরআন তুলে নিয়ে ধর্ষণ করেছে। ডাকাত চলে যাওয়ার পর সেই নারীরা দুইহাত তুলে ফরিয়াদ জানিয়ে বলেছেন, ডাকাত দল যেন ভোর হওয়ার সাথে-সাথে ধরা পরে। মহান আল্লাহপাক, সেই ধর্ষীতা নারীদের চাহিদানুযায়ী আশা পুরন বা ফরিয়াদ কবুল করেছেন। অর্থাত ডাকাত দলের অনেকে ফজরের নামাজের পরেই ধরা পরেছে। তাঁর বিচার সাথে-সাথেও হয় এবং দেরিতে হলেও হয়, কিন্ত বিচার হয়। এগুলো চোখে দেখা। এখন অন্য কথা। এখন দেশে-বিদেশে চাকুরী দেওয়ার কথা বলে, টাকা নেয় কোন বিদেশী হায়েনা, যারা টাকাও দেয়না, চাকুরীও দেয়না, বাড়াবাড়ি করতে গেলে হবে উল্টো মামলা, এ কি মহান স্বাধীনতা?কর্মসংস্থান-আয়-উপার্জনের পথ না থাকায়, চোরাই-জল পথে বিদেশে রওয়ানা দেয়, ট্রলার ডুবে কতো নারী-পুরুষের জীবনের বাতি, পানির মাঝেই ডুবে যায়, উন্নয়নের ফসল কোথায়?যারা দুর্নীতি করে-ঘুষ খেয়ে, জাতির টাকা বিদেশে পাচার করে, জাতির তহবিল শূন্য করে, কর্মসংস্থান সৃষ্টি হয় না, আয়-উপার্জনের পথ বের করে না, এজন্য দায়ী কারা, কেন পড়ে না ওরা ধরা?আগে রাজনীতিবিদ রাজনীতি করেছে ভালো সব কাজ করার ও পথ দেখানোর জন্য। দেশ-জাতির প্রতি তাদের দরদ ছিলো, উন্নয়ন কামনা করতেন। দেশ-জাতির সম্পদ চুরি-দুর্নীতি, ডাকাতি করে, ঘুষ খেয়ে, প্রকল্প ধবংস করে, বিদেশে টাকা পাচার করে, তারা চৌদ্দ গোষ্ঠির আখের গুছিয়ে নিতো না। তারা সব কাজ করতেন, সবকিছুর খবর রাখতেন-মঙ্গলময় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতেন। হারাম অর্জন ও ভোগ করার আগে চিন্তা করতেন যে, এর জন্য কেয়ামতের মাঠে জবাবদিহিতা করতেই হবে। আর চলমান সময়ের বিশ্ব কর্মকান্ড বলে, কেয়ামত নয় খুব বেশি দূরে। কেয়ামতের আলামত লক্ষ্য করা যায় বাংলার ঘরে-ঘরে। সে সময়ের রাজনীতিবিদ রাজনীতি কেন করতে হবে, তার অর্থ বুঝেই, তারা রাজনীতি করতেন এবং প্রশাসনের নিয়ম মেনেই সরকারি কর্মকর্তারাও দায়িত্ব পালন করতেন। স্বাধীনতার পরে যারা রাজনীতিতে জড়িত হয়েছে, তারা মনে করেছে, রাজনীতি হচ্ছে, নিজের-পরিবারের সার্বিক উন্নয়নের জন্য। তাছাড়া রাজনীতিতে কোন প্রশিক্ষণ নেই, কেন রাজনীতি করা হয়?তাই চলমান সময়ের কতিপয় রাজনীতিবিদ-প্রশাসনের গুটিকয়েক কর্মকর্তার কর্ম অনুসরণ করে। তাদের কর্ম দেখে সরকারি ভালো কর্মকর্তারাও অপকর্মের শিক্ষা লাভ করেছে। ময়লা সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। সরকারি অফিসে সেবা নিতে যাবেন, টাকার বিনিময় সেবা পাবেন। জাতির টাকায় যাদের বেতন হয়-জাতিকে দাঁড়াতে হবে, তাদের কাছে গিয়ে হাত জোড় করে। এতো সেই বিদেশী দুঃশাসকদের শিক্ষা, আমরা করেছি দ্বিক্ষা। দেশে-বিদেশে ধর্মীয় শিক্ষা গুরুর কোন অভাব নেই, কিন্ত মহান আল্লাহ ভিরু হয়ে, মহানবী (সঃ) এর প্রেমে পরে কাজ করার মাঝে নেই। মানুষ তো তাদের কাজ করা দেখবে, অনুসরণ করবে, শিক্ষা লাভ করবে। চলমান সময় কেউ রাজনীতি করে দালালি-গোলামি করে সীমাহীন উন্নতি লাভ করার জন্য। সুতরাং ভালো শিক্ষা-রাজনীতি, কর্ম কি আকাশ ছিড়ে আসবে?আধুনিক যুবক-যুবতীরা বৈধ একে বিশ্বাসী নয়, তারা অবৈধ একাধিক প্রেম-পরকিয়ায় বিশ্বাসী, তাই সংসার জীবন স্থায়ী হয় না। বিদেশী নোংরা কৃষ্টি-কালচার, এখন পুরো জাতির জন্য আলসারে পরিণত হয়েছে। সমাজ কোথায় আছে, সে বিষয় কি আধুনিক যুগের রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের বা ধর্মীয় গুরুদের বাস্তব কোন ধারণা আছে?সকলেই বয়ান করে খালাস-কেউ করেনা ভালো কাজের তালাশ। আবার রাজনীতিবিদ-প্রশাসনের কর্মকর্তার চেয়েও বড় রাজনীতিবিদ-কর্মকর্তা হচ্ছে, তাদের চামচা-পিওন, ড্রাইভার-দালাল। কেউ কোন প্রতিনিধির সাথে দেখা করতে, কথা বলতে যাবে, তা ওদের জন্য পারে না। ওদের প্রভাবেও মানুষ অতিষ্ট। অনেক রকমের অপকর্মের বীজ রোপন করার হোতা আধুনিক যুগের অনেক প্রভাবশালী। তাছাড়া নানামুখি অপকর্ম সৃষ্টি হয় নাকি?ওরাই সমাজকে এলোমেলো করেছে। ওদের কর্মের কারনে সমাজের ক্ষুধার্ত মানুষগুলো প্রতিনিয়ত ফেসে যায়। তাদেরকে, ওদের উন্নয়নের সিঁড়ি বানিয়ে ব্যবহার করা হয়-ওরা উপরে যায়। আর কতোদিন চলবে মানুষের জীবন-শিক্ষার উন্নয়ন নিয়ে ব্যবসা?নোংরা মনের সুবিধাবাদী, হিংসা, প্রতিহিংসা-লোভ, ক্ষোভের রাজনীতির সাথে যারা এখনো জড়িত, তাদের দোষর রয়েছে বিভিন্ন পেশা-শ্রেনীর মাঝে। এখন প্রয়োজন আমাদের ভবিষ্যত উত্তরসূরীদের সার্বিক উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়ে, জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় নীতির ভিতরে প্রবেশ করা। পূর্বসূরীদের ন্যায়-উত্তরসূরীদেরকেও অবদান রাখতে হবে, দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই দরকার লোভি-ক্ষোভি মানুষের ক্ষতিকর চিন্তা, চেতনা-হীন-নীতির, পরিকল্পনার সংস্কার করা এবং ক্ষতিকর চিন্তার বীজ মাথার গভীর থেকে চিরদিনের জন্য ফেল দেওয়া। পাশাপাশি সু-শিক্ষার-চিন্তা, চেতনা ও পরিকল্পনার ভালো বীজ স্থায়ী ভাবে মাথার গভীরে রোপন করতে হবে। এভাবেই উত্তরসূরীদেরকে ভালো ফসল ভোগ করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব নিতে হবে এবং মাথার মাঝে সেই মোতাবেক সংস্কার করা দরকার আছে মনে করতে হবে। রাজনীতি করে যারা দীর্ঘদিন যাবত পরিবারের সার্বিক উন্নয়নে সময় কাজে লাগিয়েছে। তাদেরকে ত্যাগ স্বীকার করে, এখন দেশ-জাতিকে ঠকানোর রাজনীতি ছেড়ে দিয়ে সমগ্রিক উন্নয়নে কাজ করে অবদান রাখতে হবে। যারা প্রশাসনের দায়িত্বে থেকে পরিবারের উন্নয়নে কাজ করেছেন। তারাও এখন সঠিক বিধানের মূল্যায়নের দিকে তাকিয়ে, দেশ-জাতির কল্যাণে ত্যাগ স্বীকার করার প্রতি মনোনিবেশ করতে হবে। যারা ধর্মীয় শিক্ষাগুরু হয়েও, গুরু দায়িত্ব পালন না করে, লেবাস পড়ে পরিবারের উন্নয়নে সময়কে কাজে লাগিয়েছেন। তাদের সকলকে অবশ্যই বদলাতে হবে এবং সমাজ বদলানোর দায়িত্ব নিতে হবে। জাতি ভোর বেলা ঘুম থেকে উঠেই গালি ও অভিশাপ দেয়। তা আপনারা জানেন না। জানলে সঠিক লাইনে আরো আগেই চলে আসতেন। ৫১ বছর যাবত বিভিন্ন রকমের ভোগ বিলাসের জীবন যাপন করেছেন। ঐপথ এখন ছেড়ে দিয়ে-সেই মোতাবেক দায়িত্ব পালন করেন, যাহাতে দেশ-জাতির উন্নয়নে ভবিষ্যতে ভালো ফসল আসে এবং গালির পরিবর্তে দোয়া করে। মনে রাখা প্রয়োজন আছে যে, আমাদের পূর্বসূরীরা নেতৃত্ব দিয়েছেন, রাজকীয় নীতির আলোকে এবং কাজ করেছেন, মানুষের দায়িত্ব ও কর্তব্যবোধের হিসাব করে। তারা শুধু এসির মাঝে ঘুমিয়ে থেকে এবং গাড়ীতে ঘুরে, আর অযথা ভাবে জাতির টাকা ব্যয় করে নেতা হন নাই। তারা কাজ করার মাধ্যমে মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছেন, যে বিষয়গুলো অবশ্যই শিক্ষনীয় বিষয়। তাদের দায়িত্ব-কর্তব্য পালন স্বরনীয় এবং অনুকরনীয়। জোর করে এবং প্রতিদ্বন্দ্বী সরিয়ে দিয়ে নেতার স্থান দখল করা যায়। সামনে না হলেও, সেই নেতৃত্ব-নেতাকে মানুষ ঘৃনা জানায়। সুতরাং ভক্তি এবং শ্রদ্ধার সাথে নেতা হওয়ার পথ কাজের বিনিময় সৃষ্টি করতে হয়। পরিবারের উন্নয়ন, মানে উন্নয়ন নয়, সামগ্রিক উন্ননয়ই মূল উন্নয়ন হয়। সমাজের ভালো মানুষ কি ভাবে শনাক্ত করবেন?যেসকল মানুষ নানামুখী সমস্যার মাঝে জীবন যাপন করে, যা অনেক সময় চলাফেরা, পোশাক পড়া দেখে বুঝা যায় না। সরকার ও প্রশাসনের দায়িত্ব সরাসরি ভাবে দেখে-শুনে, বুঝে ভালো মানুষদেরকে সহায়তা দিয়ে দায়িত্ব পালন করা এবং কাছে টেনে নেওয়া। মহান স্বাধীনতার চেতনাকে ৫১ বছর যাবত চেতনাবিহীন করে রাখা হয়েছে। চেতনার নাম বিক্রি করে, পরিবারের ও অনুসারীদের উন্নয়ন সাধন করা হয়েছে। চিন্তা-চেতনার দম এখনো আছে। প্রয়োজন সেই মূল ধারার চিন্তা-চেতনার আলোকে কাজ করা, তাছাড়া দম ফিরে আসবে না। দুর্নীতিবাজ-টাকা পাচারকারী-ঘুষখোর এবং কমিশন ব্যবসায়ীদের হাতে পুরো দেশ ও জাতি জিম্মি। ঐ বাধা দূর করতে হবে এবং চেতনা ফিরিয়ে আনার পথ খুলে দিতে হবে-মুক্তি পেতে হবে। প্রিয় পাঠকবৃন্দ এখানে যে সমস্ত বিষয়াদি তুলে ধরা হয়েছে, সে সমস্ত কর্মগুলো কি বিদেশী দুঃশাসকদের শাসনামলে ছিলো, নাকি স্বাধীনতার পরে সৃষ্টি হয়েছে, সে বিষয়গুলো আপনাদেরকেই চিন্তা করে বের করতে হবে।
লেখকঃ
সাংবাদিক, গবেষক ও কলামিষ্ট।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here