শিশু সাহিত্যিক রফিকুল হক দাদুভাই এর প্রথম মৃত্যু বার্ষিকী

0
63
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : দেশবরেণ্য প্রবীণ সাংবাদিক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক, কবি ও শিশু সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা এবং কবিসংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা রফিকুল হক দাদুভাই এর প্রথম মৃত্যু বার্ষিকী আগামী ১০ অক্টোবর ২০২২। এ উপলক্ষে কবিসংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজন করেছে দাদুভাই স্মরণ সন্ধ্যা। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হল তোপখানা রোড, ঢাকায়। দাদুভাই স্মরণ সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, এছাড়াও সম্মানিত অতিথি থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানী, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক আনজীর লিটন, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, শিশুসাহিত্যিক রহিম শাহ, শিশুসাহিত্যিক রফিকুর রশীদ, ছড়াকার সিরাজুল ফরিদ প্রমুখ।
রফিকুল হকের জন্ম ১৯৩৭ সালের ৮ জানুয়ারি। তার গ্রামের বাড়ি রংপুরের কামালকাচনায়। তার দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে দেশের বাইরে থাকেন। সত্তরের দশকে গড়া শিশুকিশোরদের সংগঠন ‘চাঁদের হাটে’র প্রতিষ্ঠাতা ছিলেন যুগান্তরের ফিচার এডিটর দাদুভাই। এর আগে তার পরিকল্পনায় এবং তার তত্ত্বাবধানে দৈনিক পূর্বদেশে ‘চাদের হাট’ নামে ছোটদের একটি পাতা বের হতো। তখন থেকে তিনি ‘দাদু ভাই’ নামে পরিচিতি পান। পরে ১৯৭৪ সালে ‘চাঁদের হাট’ নামে শিশু সংগঠন গড়ে তোলেন। ১৯৭২ সাল দেশে প্রত্যাবর্তনের পর চিকিৎসার জন্য বঙ্গবন্ধু লন্ডন যান। তার দেশে ফিরে আসা উপলক্ষ্যে সেই সময়ের বহুল প্রচারিত দৈনিক ‘পূর্বদেশ’ একটি বিশেষ সংখ্যা বের করে। ওই পত্রিকার প্রথম পাতায় বঙ্গবন্ধুর ছবির সঙ্গে ‘ঘরে ফিরা আইসো বন্ধু’ শিরোনামে একটি কবিতা ছাপা হয়। রফিকুল হকের লেখা ওই কবিতা খুবই আলোচিত হয়। বাংলা শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রফিকুল হক দাদুভাই ২০০৯ সালে বাংলা একাডেমি পুরস্কার, একই বছর বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি পুরস্কার, নিখিল ভারত শিশুসাহিত্য পুরস্কারসহ দেশে ও দেশের বাইরে বিভিন্ন পুরস্কার লাভ করেন। তিনি যুগান্তরের ফিচার এডিটর ছাড়াও ওই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে ছিলেন। নব্বই দশকে প্রতিষ্ঠিত দৈনিক রূপালীর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন বর্ষীয়ান এ সাংবাদিক। এর আগে দৈনিক জনতার নির্বাহী সম্পাদক ছিলেন। কাজ করেছেন দৈনিক লাল-সবুজ, আজাদ, বাংলাদেশ অবজারভারে। সত্তর দশকে শিশুকিশোরদের জনপ্রিয় ‘কিশোর বাংলা’ নামের সাপ্তাহিক পত্রিকার সম্পাদকও ছিলেন তিনি। আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য ‘নিধুয়া পাথার কান্দে’ নামে একটি নাটক লিখেছিলেন তিনি, যা পরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘বর্গি এলো দেশে’সহ তার প্রকাশিত বইয়ের সংখ্যা সাতটি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here