নতুনধারার প্রতিষ্ঠা বার্ষিকী ৩১ ডিসেম্বর

0
195
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): ২০১২ সালে বিজয়ের মাসের শেষ দিনে মোমিন মেহেদীর নেতৃত্বে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ-এর সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে আত্মপ্রকাশের পর থেকে কথা নয় কাজ বেশি-স্বদেশকে ভালোবাসি শ্লোগানের মধ্য দিয়ে ৪২ জেলা, ১০২ উপজেলা কমিটির অসংখ্য নেতাকর্মী-সমর্থকের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সকল শর্ত পূরণে নির্বাচন কমিশনে আবেদন করে। নিবন্ধন না দিয়ে ছল চাতুরির আশ্রয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবীতে বিভিন্ন কর্মসূচীও করেন নতুনধারার নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাধীনতার ৪৯ বছরেও আমরা স্বাধীন হতে পারিনি। মুক্তিযোদ্ধারা রাজাকারদের হাতে জিম্মি হয়ে পড়ছে। সচিবালয় থেকে সংসদে দুর্নীতিবাজ-জঙ্গী-জামায়াতীদের রাম-রাজত্ব তৈরীর চেষ্টা চলছে। এই চেষ্টাকে নস্যাৎ করে দিতে তারুণ্যের রাজনীতিকরা নতুনধারা বাংলাদেশ এনডিবির সাথে সম্পৃক্ত হচ্ছে। এই ধারা অব্যহত রেখে ক্ষয়িঞ্চু সময়ের রাজপথে থাকতে হবে বাংলাদেশের প্রতিটি অধিকার বঞ্চিত মানুষকে। লীগ-দল-পার্টির রাজনীতিকে ‘না’ বলে ধারার রাজনীতিকদেরকে হ্যাঁ বলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে প্রতিদিন-প্রতিক্ষণ। এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে রয়েছে ৩১ ডিসেম্বর প্রথম প্রহরে শিতার্তদের মাঝে শিতবস্ত্র প্রদান; বিকেল ৫ টায় আলোচনা ও দোয়ানুষ্ঠান। এছাড়াও ৩ জানুয়ারী সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে ৪৮ জেলার নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ। উপস্থিত থাকবেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার মানিক চক্রবর্তী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আর সি দেব নান্টু, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, জিয়াউদ্দীন হাসান প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here