নবম ওয়েজ বোর্ড সংশোধন ও টিভি সাংবাদিকদের আলাদা বেতন কাঠামো নির্ধারণের দাবি ডিইউজের

0
214
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ সংশোধন ও টেলিভিশন সংবাদকর্মীদের আলাদা বেতন কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত নেতারা। আজ শনিবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানান সংগঠনের নেতারা। এর আগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর আলোচনা করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও বিএফইউজের সাবেক মহাসচিব ওমর ফারুক, বিএফইউজে’র নির্বাহী কমিটির সদস্য খায়রুজ্জামান কামাল, ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, ডিইউজের বিদায়ী সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও সাংবাদিক তাপস রায়হান। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি কুদ্দুস আফ্রাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
আজ (৭ মার্চ) সকালে ডিইউজে কার্যালয়ে নবনির্বাচিত নেতাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ। সভায় দায়িত্ব হস্তান্তর পর্বে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি আবু জাফর সূর্য। সভা পরিচালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী পরিষদ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি কুদ্দুস আফ্রাদের হাতে সংগঠনের গঠনতন্ত্র তুলে দেন বিদায়ী সভাপতি আবু জাফর সূর্য। নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর হাতে সংগঠনের রেজুলেশন খাতা হস্তান্তর করেন বিদায়ী সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি কুদ্দুস আফ্রাদ। সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। যৌথসভায় সাংবাদিক নেতারা ঐক্যবদ্ধ লড়াই-সংগ্রামের মাধ্যমে সাংবাদিকদের অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here