নবীনগরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে আটকে রেখে নির্যাতন

0
207
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদে এক গৃহবধুকে আটকে রেখে শ্লীলতাহানী সহ দিনভর অমানবিক শারিরিক নির্যাতন চালানো হয়েছে। ৯৯৯ এর কলে খবর পেয়ে পুলিশ দ্রুত মধ্যরাতে অভিযান চালিয়ে ওই গৃহবধুকে উদ্ধার করে। তাকে নবীনগর সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নির্যাতিতা উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে নোয়াগ্রাম গ্রামের । এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে চারজনকে আসামী করে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা হলেন ওই একই গ্রামের মৃত আরিফ সরকারের ছেলে শলিফুর ইসলাম (শরীফ ডাক্তার), সাহেদ সরকার,জনি সরকার,শরীফুল ইসলামের স্ত্রী সীমা আক্তার। বুধবার হাসপাতালের বেডে শয্যাশায়ী নির্যাতিতা আহত ওই গৃহবধু সাংবাদিকদের কাছে তার উপর চালানো অমানবিক নির্যাতনে চিত্র তুল ধরেন।
সুত্র জানায়, একই গ্রামে পাশ্ববর্তী বাড়ি হওয়ায় সাহেদ সরকার প্রায়ই কু-প্রস্তাব দিয়ে উত্যেক্ত করত। তার পরিবারের কাছে এর বিচার চেয়ে কোন প্রতিকার পাওয়া যায়নি। এ নিয়ে ওই দুই পরিবারের মাঝে মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত শনিবার কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে বাড়ির দ্বিতীয় তলায় আটকে রেখে টাকা চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানী করে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে রোল দিয়ে পিটিয়ে জখম করে। স্ত্রীকে আটকে রাখার খবর পেয়ে স্বামী ৯৯৯ এ ফোন দিয়ে স্ত্রী উদ্ধারের আবেদন জানায়। বাদী জানায়, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য এলাকার প্রভাবশালীরা মামলা তুলে নেওয়ার চাপসহ সমঝোতার চেষ্ঠা করছেন। এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায়ের বক্তব্য জানতে চাইলে তিনি বাদী বিবাদীকে সমঝোতা করার চেষ্ঠা চলছে বলে নিউজটি না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান বলেন,৯৯৯ থেকে কল পেয়ে তাকে দ্রুত উদ্ধার করা হয় এবং সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে। আইন কেউ হাতে তুলে নিতে পারে না । বিষয়টি গুরুত্বসহকারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here