নবীনগরে পরিবেশ দুষণের দায়ে ৮টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

0
162
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবেশ দুষণের দায়ে উপজেলায় ইট প্রস্তত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন) আইন, ২০১৩(সংশোধন ২০১৯) অনুযায়ী অবৈধভাবে পরিচালিত হওয়ায় ৮টি ইট ভাটাকে ৪০ (চল্লিশ) লক্ষ টাকা জরিমানা করা করা হয়েছে । পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ নূরুল আমিন গতকাল শুক্রবার (১২/০৩) এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এর নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্নস্থানে স্থাপিত অবৈধ ইট ভাটার উপর এ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা প্রশাসন,জেলা পুলিশ,ব্যাব-১৪,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মকর্তরা উপস্থিত ছিলেন। ইট ভাটাগুলো হচ্ছে রনি ব্রিকস,তাহের ব্রিকস,এম বি কোঃ, জনতা ব্রিকস,এনটিবিসি ব্রিকস,ঢাকা ব্রিকস,যমুনা ব্রিকস ও এ হাবিব ব্রিকস।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here