
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সংস্কৃতির লীলাভূমি এ নবীনগরের তৃনমূল থেকে কন্ঠশিল্পী বের করে আনার লক্ষ্য নিয়ে দীর্ঘসময় ধরে ‘তোমাকে খুঁজছে ’ গানের অডিশনের মধ্য দিয়ে সেরা দশ বাছাই শেষে চ্যাম্পিয়নশীপ প্রতিযোগীতা ও শিল্পকলা একাডেমীর সাথে জড়িতদের সংবর্ধনা দেওয়া হয়। গত শুক্রবার রাতে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ চ্যাম্পীয়নশীপ প্রতিযোগীতা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। সংস্কৃতির অঙ্গনে বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন ও অবদানের জন্য ১১জনকে সংবর্ধনা দেওয়া হয় এবং সেরা কন্ঠের সেরা দশ থেকে প্রতিযোগীতায় স্বর্ণা চক্রবর্তী চ্যাম্পীয়ন, মিথিলা ২য় ও গোলাম হোসেন তৃতীয় স্থান অর্জন করে। যারা সংবর্ধনা পেলেন, প্রয়াত ক্রীড়া সংগঠক চেয়ারম্যন আবদুল আহাদ(মরণোত্তর), একাডেমীর সাবেক সম্পাদক প্রয়াত মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম(মরণোত্তর),একাডেমির শিক্ষক প্রয়াত নবরত্ন দাস (মরণোত্তর),সংগীতাজ্ঞ প্রয়াত ননী বালা দেব(মরণোত্তর), একাডেমীর সম্পাদক অধ্যাপক শহিদুল হক, একাডেমীর সম্পাদক আবু সাঈদ,একাডেমীর সম্পাদক এ টিএম আবদুল্ললা মাস্টার, চিত্রশিল্পী সুভাষ চন্দ্র ছাই, একাডেমীর সম্পাদক কায়সার শেখ আলী, নাট্যপরিচালক আবদুল ওয়াদুদ, নাট্য পরিচালক শংকর দেব রায়, শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এতে সভাপতিত্ব করেন। একাডেমীর সম্পাদক সঞ্জয় সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,অফিসার ইনচার্জ রনোজিত রায়,উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো.নাছির উদ্দিন।






