৫৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নিবির সম্পাদক প্রান্ত

0
793
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ঢাকা মহানগর উত্তর, ৫৪নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে । এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পরিশ্রমী ছাত্রনেতা আসাদুজ্জামান নিবির ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ছাত্র সংগঠক সিয়াম হাসান প্রান্ত । ১ জানুয়ারি ২০২০ইং ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক আরিফ হাসান এক বছর মেয়াদি এ কমিটি অনুমোদন করেন । নতুন কমিটির শীর্ষ এই দুই নেতাকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা পেশ করারও নির্দেশ দেওয়া হয় । নবনির্বাচিত ৫৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান নিবির ও সাধারণ সম্পাদক সিয়াম হাসান প্রান্ত বলেন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ । প্রেরণার উচ্ছ¡াস, গৌরবের সংগঠনের নাম ছাত্রলীগ । শ্রদ্ধার সাথে স্মরণ করছি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫’র ঘাতকের হাতে নিহত শহীদদের । বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি । ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা হওয়া এই ছাত্রলীগ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের উন্মেষকাল, মাতৃভাষা রক্ষার আন্দোলন ‘মহান ভাষা আন্দোলন’ এ নেতৃত্ব দেয়ার মাধ্যমে রক্তাক্ত ও সংগ্রামী যাত্রা পথের সূচনা হয় । এরপর থেকে সংগঠিত প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগ তার এই ধারাবাহিকতা বজায় রাখতে সফল হয়। আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী, শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলাবিরোধী আন্দোলন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান, ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে ছাত্রলীগের গৌরবদীপ্ত ও অবিস্মরণীয় ভূমিকা আজ সর্বজনস্বীকৃত ইতিহাসের অংশ ৷১৯৭১ সালের ঐতিহাসিক গৌরবময় মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের অবদান ছাত্রলীগের ইতিহাসকে দান করেছে অনন্য বৈশিষ্ট ৷ সকল ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি রইলো আমাদের শ্রদ্ধা । আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি এই জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চাই ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here