নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশী হামলায় জাগপা’র নিন্দা

0
82
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের প্রাক্কালে বিনা উস্কানিতে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি, ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস. এম. শাহাদাত।
বিজ্ঞপ্তিতে জাগপা সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে এভাবে হামলা চালিয়ে নেতাকমীর্দের আহত ও গ্রেফতার করা কোন গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে। এই সরকার সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। তাদের সেই ব্যর্থতা ঢাকতেই আজকের এই ন্যাক্কারজনক হামলা।”
নেতৃবৃন্দ আরো বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মূলে রয়েছে সরকার দলীয় নেতাকমীর্রা। ক্ষমতায় টিকে থাকতেই তারা পরিকল্পিত ভাবে এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটাচ্ছে। দেশ ও দেশের মানুষকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এসব করে পার পাওয়া যাবে না। জাতির সামনে সবকিছু পরিস্কার হয়ে গেছে। প্রকৃত দোষীদের অবশ্যই একদিন বিচারের মুখোমুখি হতে হবে।”
জাগপা নেতৃবৃন্দ আজকে বিএনপির কর্মসূচি থেকে গ্রেফতার হওয়া সকল নেতাকমীর্র নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here